ঢাকা, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ১ অগ্রাহায়ণ ১৪৩১

সৌদি আরবে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ঘোষণা

প্রবাসী ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ সেপ্টেম্বর ০৮ ২২:৩১:২৫
সৌদি আরবে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ঘোষণা

সোমবার সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে মাত্র ৭৬৯ জন নতুন রোগী সনাক্ত হয়েছে। এই নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ লাখ ২১ হাজার ৪৫৬ জন।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, কভিড -১৯ এ প্রাণহানির ঘটনাও সৌদি আরবে উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। গত ২৪ ঘণ্টায় ভাইরাসের কারণে সৃষ্ট জটিলতায় মারা গেছেন মাত্র ২৬ জন। এই নিয়ে দেশটিতে মোট মৃত্যু হলো ৪ হাজার ১০৭ জনের। এদিকে, সৌদি আরবে করোনা থেকে মোট সুস্থ হয়েছে ২ লাখ ৯৭ হাজার ৬২৩ জন।

গুরুতর মামলার সংখ্যাও ছয় শতাংশ কমেছে বলে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ আল-আবদ আল-আলী রবিবার জানিয়েছিলেন। তিনি আরো বলেন, সৌদি আরবের করোনাভাইরাস দ্বারা আক্রান্ত হওয়াদের সবচেয়ে অংশ হলো দেশের যুবকেরা। জনসাধারণের সকল অংশকে এই প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে সহায়তা করতে প্রতিরোধমূলক ব্যবস্থা অনুসরণ করার আহ্বান জানান তিনি।

আল-আবদ আল-আলি ভাইরাসে সংক্রামিত ব্যক্তিদের কমপক্ষে ১৪ দিনের জন্য কোয়ারেন্টিনে থাকার নির্দেশনা মান্য করার পরামর্শ দিয়েছেন। যাতে অন্যদের সংক্রামিত না হতে হয়।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে