ঢাকা, শনিবার, ২৫ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১

না ফেরার দেশে চএল গেলেন জনপ্রিয় অভিনেতা জয়প্রকাশ রেড্ডি

বিনোদন ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ সেপ্টেম্বর ০৮ ১৪:২৭:৫৪
না ফেরার দেশে চএল গেলেন জনপ্রিয় অভিনেতা জয়প্রকাশ রেড্ডি

চরিত্র অভিনেতা ও কমেডিয়ান হিসেবে সিনেমায় অভিনয় করেন জয়প্রকাশ রেড্ডি। তার ক্যারিয়ার শুরু হয় ‘ব্রহ্মপুত্রুদু’ ছবি দিয়ে। ‘সমরসিমা রেড্ডি’তে অভিনয়ের মাধ্যমে সবার নজরে আসেন গুণী এই অভিনেতা। এরপর বিভিন্ন সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেন। এ ছাড়া উল্লেখযোগ্য ছবি হলো প্রেমিনচুকুদাম রা, গব্বর সিং, চেন্নাকেশবারেড্ডি, সিথাইয়া ও টেম্পার।

জয়প্রকাশ রেড্ডি আল্লাগাড্ডার বাসিন্দা ছিলেন। তেলুগু ফিল্ম ইন্ডাস্ট্রিতে নিজের একটা আলাদা পরিচিতি গড়ে তুলেছিলেন।

তার প্রয়াণের খবরে শোকের ছায়া নেমে এসেছে তেলুগু ছবির জগতে। অভিনেতা সুধীর বাবু টুইটে লেখেন, “সাংঘাতিক একটা খবরে ঘুম ভাঙল। শান্তিতে বিশ্রাম নিন, স্যার।”

১৯৪৬ সালের ৮ মে অন্ধ্রপ্রদেশের কুর্নল জেলার শ্রিভেলা গ্রামে জন্মগ্রহণ করেন জয়প্রকাশ রেড্ডি।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে