ঢাকা, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১৩ পৌষ ১৪৩১

মালয়েশিয়ায় ৪ হাজার ৬২০ অবৈধ প্রবাসী গ্রেফতার

প্রবাসী ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ সেপ্টেম্বর ০৬ ২২:২৯:০৩
মালয়েশিয়ায় ৪ হাজার ৬২০ অবৈধ প্রবাসী গ্রেফতার

বুধবার (২ সেপ্টেম্বর) দেশটির সিনিয়র মন্ত্রী দাতুক সেরী ইসমাইল সাবরি ইয়াকুব গনমাধ্যমকে দেওয়া এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। তবে কোন দেশের কতজন আটক হয়েছেন এবং তাদের বিস্তারিত পরিচয় প্রকাশ করা হয়নি।

মন্ত্রী বলেন, আরএমসিওতে জনসমাগমে ফেস মাস্ক ব্যবহার না করা, বৈধ পারমিট ভিসা না থাকা এবং অন্যান্য অপরাধের মধ্যে রয়েছে অনুমোদিত সময় ছাড়াও ব্যবসা পরিচালনা করা, অবৈধ অভিবাসীদের নিয়োগ দেওয়া, সীমান্ত দিয়ে নৌপথে অবৈধ ভাবে মালয়েশিয়ায় প্রবেশ করার চেষ্টা করা, ভিজিটর ও গ্রাহকদের রেকর্ড দেখাতে ব্যর্থ হওয়া এবং সামাজিক দূরত্ব বজায় না রাখা সহ অন্যন্যা শর্তাবলি লঙ্ঘন করার দায়ে তাদের সবাইকে আটক করা হয়েছে।

“এসময় ৬২ হাজার ৩০৬টি স্থান, যেমন- কলকারখানা, শিল্প প্রতিষ্ঠান, সরকারি বেসরকারি কার্যালয়, বাস টার্মিনাল, রেল স্টেশন, ব্যাংক ও বীমা প্রাঙ্গনে কঠোর নজরদারি করে তাদের আটক করা হয়েছে।”

আটককৃতদের মধ্যে রয়েছে- ৬৯৮ জন বোটম্যান, ২৭৪ জন চোরাকারবারি, ১৭৭ টি ট্রলার ও নৌকা, ৪৭৫ টি যান্ত্রিক পরিবহন।

মন্ত্রী আরো বলেন, বেশিরভাগ অভিবাসী আটক হয়েছে বৈধ ওয়ার্ক পারমিট না থাকা এবং সীমান্ত দিয়ে চোরাই পথে মালয়েশিয়া প্রবেশের চেষ্টা করার সময়। আর বাকিরা আটক হয়েছে লকডাউনে বিভিন্ন শর্ত লঙ্গন করার কারণে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে