ঢাকা, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১২ ফাল্গুন ১৪৩১

সৌদি আরবকে ছুঁতে চলেছে বাংলাদেশ

বিশ্ব ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ সেপ্টেম্বর ০২ ২২:১১:২১
সৌদি আরবকে ছুঁতে চলেছে বাংলাদেশ

যুক্তরাষ্ট্রের জনস হপকিনস বিশ্ববিদ্যালয়ের করোনাভাইরাস রিসোর্স সেন্টারের তথ্যমতে, বাংলাদেশে এখন পর্যন্ত শনাক্ত হয়েছে ৩ লাখ ১৪ হাজার ৯৪৬ জন। আর সৌদি আরবে শনাক্ত রোগীর সংখ্যা ৩ লাখ ১৫ হাজার ৭৭২।

দুই দেশের মধ্যে সংক্রমিত রোগীর ব্যবধান এখন ৮২৬ জনের। এক হাজারেরও কম রোগীর ব্যবধান হলেও এর একদিন আগে (৩১ আগস্ট) বাংলাদেশে শনাক্ত হয়েছিল দুই হাজার রোগী। এদিন সৌদি আরবে শনাক্ত রোগীর সংখ্যা ছিল ৯৫১। ৩০ আগস্ট বাংলাদেশে সংক্রমণ রেকর্ড করা হয় ১ হাজার ৮৯৭ জনের। ওইদিন সৌদিতে শনাক্ত হয় ৯১০ রোগী।

সংক্রমণ শনাক্তের সংখ্যায় বড় ধরনের কোনো পরিবর্তন না এলে তালিকায় থাকা এই দুই দেশের অবস্থান দ্রুত পরিবর্তন হতে পারে। সেক্ষেত্রে বৈশ্বিক তালিকায় বাংলাদেশের অবস্থান আরো এক ধাপ ওপরে উঠে আসবে।

এদিকে দেশে গত ২৪ ঘণ্টায় নভেল করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্তের সংখ্যা কমেছে। এদিন শনাক্ত হয়েছে ১ হাজার ৯৫০ জন রোগী। নয়দিন পর আবারো দুই হাজারের নিচে করোনা সংক্রমণের সঙ্গে। কমেছে নমুনা পরীক্ষাও। নিচে নেমেছে শনাক্তের হারও। তবে আগের দিনের চেয়ে বেড়েছে মৃতের সংখ্যা। এদিন মারা গেছেন ৩৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, দেশে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে মোট ৪ হাজার ৩১৬ জনের। সর্বশেষ ২৪ ঘণ্টায় ৩ হাজার ২৯০ জন এবং এখন পর্যন্ত ২ লাখ ৮ হাজার ১৭৭ জন সুস্থ হয়েছে। নমুনা পরীক্ষায় গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৯৫০ জন নিয়ে এখন পর্যন্ত ৩ লাখ ১৪ হাজার ৯৪৬ জন শনাক্ত হয়েছে। গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে সর্বশেষ এসব তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে ৯২টি ল্যাবে (পরীক্ষাগার) করোনা পরীক্ষা হচ্ছে। গত ২৪ ঘণ্টায় ১১ হাজার ৯৮১টি নমুনা সংগ্রহ এবং পরীক্ষা করা হয়েছে ১২ হাজার ২০৯টি নমুনা। এ নিয়ে এখন পর্যন্ত ১৫ লাখ ৬২ হাজার ৪১২টি নমুনা পরীক্ষা করা হয়েছে। আগের দিনের তুলনায় এদিন নমুনা পরীক্ষা কমেছে। আগের দিন পরীক্ষা হয়েছিল ১২ হাজার ৪৫৪টি। গত ২৪ ঘণ্টায় শনাক্তের হার ১৫ দশমিক ৯৭ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৬৬ দশমিক ১০ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৩৭ শতাংশ।

সর্বশেষ ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ২১ জন পুরুষ এবং ১৪ জন নারী। এখন পর্যন্ত ৩ হাজার ৩৮৫ জন পুরুষ এবং ৯৩১ জন নারী মারা গেছেন। ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের বয়স বিশ্লেষণে দেখা যায়, ষাটোর্ধ্ব ১৮ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ১১ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে চারজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন এবং ২১ থেকে ৩০ বছরের মধ্যে একজনের মৃত্যু হয়েছে। বিভাগ বিশ্লেষণে দেখা যায়, ঢাকা বিভাগে ১৪, চট্টগ্রামে সাত, রাজশাহীতে তিন, খুলনায় তিন, বরিশালে দুই, সিলেটে এক, রংপুরে চার ও ময়মনসিংহে একজন রয়েছেন। ২৪ ঘণ্টায় হাসপাতালে ৩২ এবং বাড়িতে তিনজন মারা গেছেন।

উল্লেখ্য, গত বছরের শেষের দিনে চীনের উহান শহরে নভেল করোনাভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ে। এরপর তা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ে। এর মধ্যে বিশ্বের ১৮৮টি দেশে এই ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়েছে। দেশে ৮ মার্চ করোনায় সংক্রমিত প্রথম ব্যক্তি শনাক্তের ঘোষণা আসে। করোনায় প্রথম মৃত্যুর ঘটনা ঘটে ১৮ মার্চ।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে