ঢাকা, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

খোঁজ মিলছে না ওসি প্রদীপের স্ত্রীর, প্রশাসনের গাফিলতি বলছে সনাক

জাতীয় ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ সেপ্টেম্বর ০২ ১৪:১৮:০৩
খোঁজ মিলছে না ওসি প্রদীপের স্ত্রীর, প্রশাসনের গাফিলতি বলছে সনাক

টেকনাফের সাবেক ওসি প্রদীপ ও তার স্ত্রীর নামে ৪ কোটি টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের মধ্যে স্ত্রী চুমকির নামে নগরীর পাথরঘাটায় বাড়ি, পাঁচলাইশে দেড় কোটি টাকার জায়গা ও বোয়ালখালীতে বেশকিছু পুকুরের তথ্য পায় দুদক।

দীর্ঘ এক বছর ধরে সাবেক ওসি প্রদীপ ও স্ত্রীর বিরুদ্ধে অবৈধ সম্পদের খোঁজে দুদক অনুসন্ধান চালালেও অবসরপ্রাপ্ত মেজর সিনহা হত্যাকাণ্ডের পর তা গতি পায়। এরই মধ্যে দুজনের বিরুদ্ধে ৪ কোটি টাকা অবৈধ সম্পদ অর্জনের তথ্য পায় দুদকের তদন্ত কমিটি। এসব অভিযোগে গত ২৩ আগস্ট দুদক সমন্বয় কার্যালয় দুজনের নামে মামলাও করে দুদক। এরপর থেকে চারদিকে গুঞ্জন চলছে প্রদীপের স্ত্রী চুমকি ভারতে পালিয়েছেন। এমন সন্দেহ উড়িয়ে দিচ্ছেন না দুদকের আইনজীবীরাও।

দুদক আইনজীবী মাহমুদুল হক বলেন, আসামি প্রদীপের স্ত্রীকে যেহেতু পলাতক রয়েছেন। তিনি যেন দেশ থেকে পালাতে না পারেন সে জন্য ইমিগ্রেশনে তার বিরুদ্ধে মামলা করা আছে। তিনি দেশত্যাগ করতে পারেবেন না।

চুমকির পালানোর খবর যখন চারদিকে ডালপালা মেলতে শুরু করে ঠিক তখনই (৩১ আগস্ট) প্রদীপের স্ত্রী দেশত্যাগ করতে না পারে সেজন্য সব ইমিগ্রেশন চিঠি দেয় দুদক। আসামি আত্মগোপনে থাকলে মামলার কার্যক্রম ব্যাহত হবে বলে জানায় দুদক।

দুদকের সহকারী পরিচালক রিয়াজ উদ্দিন বলেন, মামলা তদন্তাধীন আছে। শুনানির তারিখটা কোর্টে পাবেন।

আত্মগোপনে যাওয়ার সুযোগ তৈরিতে প্রশাসনের গাফিলতিকে দুষছে সনাক।

সনাক সভাপতি আখতার কবির চৌধুরী বলেন, তাকে আত্মগোপনের সুযোগ করে দেয়া হবে। এর জন্য পুরো দায়ী পুলিস প্রসাশনের।

আগামী ১৪ সেপ্টেম্বর টেকনাফের সাবেক ওসি প্রদীপকে চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতে হাজির করে শুনানি হওয়ার কথা রয়েছে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে