ঢাকা, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

এবার জেলগেটে ওসি প্রদীপকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত কমিটির জিজ্ঞাসাবাদ

জাতীয় ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ সেপ্টেম্বর ০২ ১২:৪২:২৭
এবার জেলগেটে ওসি প্রদীপকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত কমিটির জিজ্ঞাসাবাদ

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠিত তদন্ত কমিটি ওসি প্রদীপকে জিজ্ঞাসাবাদের জন্য জেলগেটে যায়। এর পরই তাকে জিজ্ঞাসাবাদ শুরু হয় বলে নিশ্চিত করেছেন কক্সবাজার জেলা কারাগারের সুপার মো. মোকাম্মেল হোসেন।

তদন্ত টিমের নেতৃত্ব দিচ্ছেন চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মিজানুর রহমান।এর আগে মঙ্গলবার বিকালে ১৫ দিনের রিমান্ড শেষে মেজর সিনহা হত্যা মামলার অন্যতম আসামি টেকনাফ থানার সাবেক ওসি প্রদীপ কুমার দাশকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

গত ৩১ জুলাই কক্সবাজারের মেরিন ড্রাইভ রোডে টেকনাফের বাহারছড়া চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান।

৫ আগস্ট নিহত সিনহার বোন শারমিন শাহরিয়া ফেরদৌস বাদী হয়ে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পরিদর্শক লিয়াকত আলীকে প্রধান, ওসি প্রদীপ কুমার দাশকে দুই নম্বর আসামি করে ৯ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন। এই প্রতিবেদনটি যুগান্তর থেকে নেওয়া হয়েছে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে