ঢাকা, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১

সিনহা খুন হওয়ার সময় ঘটনাস্থলে ওসি প্রদীপ নয়, ছিল লিয়াকত

জাতীয় ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ আগস্ট ৩১ ২২:০২:০৫
সিনহা খুন হওয়ার সময় ঘটনাস্থলে ওসি প্রদীপ নয়, ছিল লিয়াকত

তিনি বলেন, মেজর সিনহা খুন হওয়ার সময় ঘটনাস্থলে ওসি প্রদীপ নয়। ছিল লিয়াকত, কিন্তু মি‌ডিয়ায় প্রদী‌পের নামই বেশি আস‌ছে।

সাংবা‌দিকরা এ ঘটনার বিষ‌য়ে জনগ‌ণের দৃ‌ষ্টি অন্যদি‌কে নি‌য়ে যা‌চ্ছে উল্লেখ ক‌রে ডিআইজি ব‌লেন, তদ‌ন্তের পরই মূল ঘটনা জানা যা‌বে।

সোমবার (৩১ আগস্ট) বি‌কে‌লে কি‌শোরগঞ্জ পু‌লিশ অফি‌সে ওয়ানস্টপ সা‌র্ভিস ডেস্ক উদ্বোধ‌নের পর জেলা পু‌লি‌শের উর্ধ্বতন কর্মকর্তা‌দের উপ‌স্থি‌তি‌তে এক সংবাদ স‌ম্মেল‌নে তি‌নি এ মন্তব্য ক‌রেন।

ডিউটিতে থাকার সময় পু‌লিশ গু‌লি কর‌তেই পা‌রে উল্লেখ ক‌রে ডিআইজি হা‌বিবুর রহমান ব‌লেন, সে‌টি ঠিক কি প‌রি‌স্থি‌তি‌তে ঘ‌টে‌ছিল তা জানা যা‌বে তদ‌ন্তের পর।

তিনি আরো ব‌লেন, এটি এক‌টি বি‌চ্ছিন্ন ঘটনা। সে‌টি দি‌য়ে পু‌রো পু‌লিশ বা‌হিনীর বিচার করা যা‌বে না। পু‌লিশ‌কে বিচার কর‌তে হ‌বে তার সা‌র্বিক কর্ম দি‌য়ে।

‌কি‌শোরগ‌ঞ্জের পু‌লিশ সুপার মাশরুকুর রহমান খা‌লেদ, অতিরিক্ত পু‌লিশ সুপার (অপরাধ) মো. মিজানুর রহমান, অতিরিক্ত পু‌লিশ সুপার মাসুদ আনোয়ার, অতিরিক্ত পু‌লিশ সুপার অর্নিবান চৌধ‌ুরী প্রমুখ। এই প্রতিবেদনটি সময় থেকে নেওয়া হয়েছে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে