ঢাকা, শনিবার, ২৫ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১

করোনামুক্ত হলেও শারীরিক যে সমস্যায় ভুগছেন চিত্রনায়িকা পপি

বিনোদন ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ আগস্ট ৩১ ১৬:১৯:২৯
করোনামুক্ত হলেও শারীরিক যে সমস্যায় ভুগছেন চিত্রনায়িকা পপি

পপি বলেন, ‘দীর্ঘ প্রায় পাঁচ মাস পর ঢাকার বাসায় ফিরলাম। বাসাজুড়ে ধুলাবালিতে ভর্তি। বিশ্রামের পাশাপাশি আপাতত ঘর গোছাচ্ছি। এর মধ্যে কাজের প্রস্তাব পেয়েছি। কিন্তু আপাতত কোনও কাজ করার ইচ্ছে নেই।’

গত ২২ জুলাই পপির দেহে করোনা শনাক্ত হয়েছিল। তখন তিনি খুলনায় নিজ বাড়ি শিববাড়ির খালিশপুরে ছিলেন। মূলত লকডাউনের আগ দিয়ে এলাকাতে গিয়েছিলেন।এ নায়িকা শারীরিক অবস্থা প্রসঙ্গে বলেন, ‘করোনা আক্রান্ত হওয়ার পর শুরুতে বেশ সমস্যা হয়েছে। খুব শ্বাসকষ্ট হতো। ভেবেছিলাম মরেই যাবো! একটা সময় ভয়ে ভেঙেও পড়েছিলাম। পরে সবার সাপোর্টে মনোবল শক্ত করে, চিকিৎসকের পরামর্শে চলেছি। দু’দফায় করোনা টেস্ট করা হয়েছিল। দু’বারই রেজাল্ট নেগেটিভ এসেছে। তবে করোনার ছাপ এখনও রয়ে গেছে। কারণ শরীর মাঝেমধ্যেই দুর্বল লাগছে।’

গত ১৩ মার্চ নিজ এলাকা খুলনা শহরের শিববাড়িতে যান পপি। তখন তিনি বাংলা ট্রিবিউনকে বলেছিলেন, পরিস্থিতি স্বাভাবিক না হলে ঢাকায় ফিরবেন না। সেখানেই নিরাপদে থাকতে চান। এরমধ্যে নিজের সামর্থ্যের মধ্যে কয়েকবার খালিশপুর ও পার্শ্ববর্তী এলাকায় অসচ্ছল মানুষদের মাঝে ত্রাণ বিতরণ করেন পপি।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে