ঢাকা, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারি ২০২৫, ৯ মাঘ ১৪৩১

সিনহা নিহত ইস্যুতে আদালতে নিঃশর্ত ক্ষমা চাইলেন ওসি আবুল খায়ের

জাতীয় ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ আগস্ট ২৮ ১৬:২১:৫০
সিনহা নিহত ইস্যুতে আদালতে নিঃশর্ত ক্ষমা চাইলেন ওসি আবুল খায়ের

বৃহস্পতিবার (২৭ আগস্ট) দুপুর ১২টার দিকে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. দেলোয়ার হোছাইনের আদালতে ক্ষমা প্রার্থনা করেন তিনি। কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালতের আইনজীবী বাপ্পী শর্মা এ তথ্য নিশ্চিত করেছেন।

আদালত সূত্র জানায়, মেজর (অব.) সিনহা হত্যার পর তাদের অবস্থান করা নীলিমা রিসোর্ট থেকে ২৯টি সামগ্রী জব্দ করে রামু থানা পুলিশ। এ ঘটনায় দুটি জব্দ তালিকা তৈরি করা হয়। দুটির মধ্যে অমিল থাকায় ব্যাখ্যা জানতে ওসি আবুল খায়েরকে তলব করেন আদালত। এর অংশ হিসেবে বৃহস্পতিবার আদালতে উপস্থিত হয়ে নিজের ভুল স্বীকার করেন ওসি। একই সঙ্গে লিখিত শোকজের জবাবও জমা দেন তিনি।

গত ৩১ জুলাই রাতে টেকনাফের মারিশবুনিয়া পাহাড়ে ভিডিওচিত্র ধারণ করে মেরিন ড্রাইভ দিয়ে কক্সবাজারের হিমছড়ি এলাকার নীলিমা রিসোর্টে ফেরার পথে শামলাপুর তল্লাশি চৌকিতে গুলিতে নিহত হন মেজর (অব.) সিনহা মো. রাশেদ। এ ঘটনার পর নীলিমা রিসোর্টে এসে পুলিশ দুটি রুমের সব মালামাল জব্দ করে সিনহার সহযোগী শিপ্রাকে নিয়ে মাদক আইনে মামলা করে। জামিনে মুক্তি পেয়ে তার কাছ থেকে জব্দ করা ২৯টি সামগ্রীর বিষয় সামনে আনেন শ্রিপা। পরে আদালতের নির্দেশে সেসব সামগ্রী মামলার তদন্ত সংস্থা র‌্যাবের কাছে হস্তান্তর করে পুলিশ।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে