ঢাকা, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১৪ পৌষ ১৪৩১

টানা পাঁচ মাস পর প্রবাসীদের জন্য বিশাল সুখবর ঘোষণা করল মালয়েশিয়া সরকার

প্রবাসী ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ আগস্ট ২৫ ১৯:৩১:০১
টানা পাঁচ মাস পর প্রবাসীদের জন্য বিশাল সুখবর ঘোষণা করল মালয়েশিয়া সরকার

মন্ত্রী বলেন, ১ সেপ্টেম্বর থেকে বিদেশিদের মসজিদে গিয়ে নামাজ আদায়ের ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে সবুজ সংকেত দেওয়া হয়েছে। তবে সবাইকে নিবন্ধন করে মসজিদের ভেতরে প্রবেশ করতে হবে। মানতে হবে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব। কিন্তু কতজনকে নামাজ আদায়ে মসজিদে প্রবেশের অনুমতি দেওয়া হবে তা মসজিদ কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে।

একই সঙ্গে কাউকে নামাজের জায়নামাজ সঙ্গে না আনার পরামর্শ দেওয়া হয়েছে। আগের মতোই ফেস মাস্ক ব্যবহার বাধ্যতামূলক রাখা হয়েছে। মাস্ক ছাড়া কাউকেই মসজিদে প্রবেশ করতে দেওয়া হবে না বলেও জানান তিনি।

করোনাভাইরাস মোকাবিলায় গত মার্চের মাঝামাঝি থেকে মসজিদে নামাজ আদায় বন্ধ ঘোষণা করা হয়। পরে স্থানীয়দের মসজিদে নামাজ আদায়ের সুযোগ দিলেও নিষেধাজ্ঞা ছিল বিদেশিদের।

১ সেপ্টেম্বর থেকে বিদেশিদের মসজিদে নামাজ আদায়ের অনুমতি দেওয়ায় খুশি মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশিসহ কয়েক লাখ বিদেশি।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে