ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

জাতীয় দলের সাথে শ্রীলঙ্কা যেতে পারছেন না বিশ্বজয়ী দুই যুবা

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ আগস্ট ২৩ ১৬:৫৮:২৯
জাতীয় দলের সাথে শ্রীলঙ্কা যেতে পারছেন না বিশ্বজয়ী দুই যুবা

কতজনের দল হবে? দলে কারা থাকতে পারেন? জাগো নিউজের পাঠকরা সে ধারণা আগাম পেয়ে গেছেন। এইচপি চেয়ারম্যান জাগো নিউজকে জানিয়েছেন, জাতীয় দলের সঙ্গে একই ফ্লাইটে করে কলম্বো যাবে এইচপির খেলোয়াড়রা এবং বহরে থাকবে ২৬ জন।

সেই দলে থাকবেন বিশ্ব বিজয়ী যুব দলের বেশ কজন সদস্য। জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু জাগো নিউজকে জানিয়েছেন বিশ্বজয়ী যুব দলের অধিনায়ক আকবর আলীসহ অন্তত ১২ থেকে ১৪ জন ক্রিকেটারের ঐ দলে থাকার সম্ভাবনা খুব বেশি।

যেখানে বিশ্বজয়ী যুব দলের সহ-অধিনায়ক তৌহিদ হৃদয় ও অলরাউন্ডার শামিম পাটোয়ারির নামও ছিল। কিন্তু এখনের খবর হলো, তারা দুজন থাকছেন না শ্রীলঙ্কা সফরের দলে। নাহ ইনজুরি বা অসুস্থতার কারণে নয়; তৌহিদ ও শামিমের শ্রীলঙ্কা যাওয়া হচ্ছে না অন্য কারণে। তারা আইসিসির নিষেধাজ্ঞায় আছেন।

গত ফেব্রুয়ারিতে ভারতের সঙ্গে যুব বিশ্বকাপের ফাইনাল শেষে অনাকাঙ্খিত ঘটনায় ভারত ও বাংলাদেশের ৫ জন ক্রিকেটার নিষিদ্ধ হয়েছেন। এর ভেতরে সবচেয়ে বেশি ১০ ম্যাচ সাসপেনশনে পড়েছেন সহ অধিনায়ক তৌহিদ হৃদয়, অলরাউন্ডার শামিম পাটোয়ারির নিষেধাজ্ঞা ৮ ম্যাচ। সে কারণেই তাদেরকে শ্রীলঙ্কাগামী দলে রাখা যাবে না।

আজ (রোববার) সকালে জাগো নিউজের সঙ্গে আলাপে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্ন জানিয়েছেন, ‘আমরা শ্রীলঙ্কা সফরের ২৪ থেকে ২৬ ক্রিকেটারকে এইচপি দলের জন্য মনোনীত করব। যে দলে বিশ্বজয়ী যুব দলের বেশ কজন ক্রিকেটার থাকবে। কিন্তু আইসিসির নিষেধাজ্ঞায় থাকায় দুজন ক্রিকেটারকে দলে রাখতে পারব না।’

তারা কারা? প্রশ্ন করলে নান্নু জানান, তৌহিদ হ্রদয় ও শামিম পাটোয়ারি। কেন তাদের দলে জায়গা হবে না? কোন ইনজুুরি কিংবা অসুস্থতা? নান্নুর ব্যাখ্যা, ‘আইসিসির নিয়ম হলো, কোন সাসপেন্ড ক্রিকেটারকে দলে রাখা যাবে না। তাই আমাদের এইচপি দলের বহরে তৌহিদ ও শামিমকে রাখতে পারব না। তারা দুজন যথাক্রমে ১০ ও ৮ ম্যাচ করে সাসপেন্ড। তাই তাদের আমরা শ্রীলঙ্কায় এইচপি দলে রাখতে পারব না।’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ