ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

অবশেষে করোনা থেকে মুক্তি পেলেন মাশরাফির বাবা-মা

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ আগস্ট ২৩ ১৬:১৬:০৮
অবশেষে করোনা থেকে মুক্তি পেলেন মাশরাফির বাবা-মা

মোহাম্মদ ফারুক জানিয়েছেন, শনিবারই নতুন পরীক্ষায় করোনা ‘নেগেটিভ’ হয়েছেন গোলাম মুর্তজা ও হামিদা মুর্তজা।

৭ আগস্ট মাশরাফির বাবা-মাসহ পরিবারের মোট ৪জন করোনায় আক্রান্ত হন। আক্রান্তদের মধ্যে মাশরাফির মামী ও ছোট ভাইয়ের স্ত্রীও ছিলেন। দ্বিতীয় পরীক্ষার পরই তারা কোভিড-১৯ নেগেটিভ হয়েছেন। সবাই নড়াইলে নিজ বাসায় চিকিৎসা নিয়েই এখন সুস্থ।

প্রসঙ্গত, গত ২০ জুন করোনাভাইরাসে আক্রান্ত হন মাশরাফি। আক্রান্তের ২৪ দিন পর কয়েক দফা পরীক্ষা শেষে করোনা নেগেটিভ হন তিনি। মাশরাফির পর করোনায় আক্রান্ত হন তার ছোট ভাই মোরসালিন ও মাশরাফির স্ত্রী সুমনা হক। পরবর্তীতে অবশ্য সাবেক অধিনায়কের ছোট ভাই ও স্ত্রীর করোনা পরীক্ষার ফলও নেগেটিভ এসেছে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ