ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

টি-টোয়েন্টি সিরিজে কপাল পুড়ল যে সকল পাক তারকার

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ আগস্ট ২৩ ১৩:২৮:৫৩
টি-টোয়েন্টি সিরিজে কপাল পুড়ল যে সকল পাক তারকার

এ মুহূর্তে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে সাদা পোশাকের লড়াইয়ে ব্যস্ত পাকিস্তান। যদিও জো রুটের দলের কাঠে লাল বলের খেলায় সেভাবে পেরে উঠছে না আজহার আলীর দল। ক্রলি-বাটলারে পিষ্ট পাকিস্তান এখন সিরিজ বাঁচাতে মরিয়া।

আর এরই মধ্যে বাবর আজমকে অধিনায়ক করে টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তিন ম্যাচ সিরিজের জন্য ১৭ সদস্যের দল ঘোষণা করেছে পিসিবি।

এবারের টি-টোয়েন্টি দলে প্রথম ডাক পেয়েছেন নাসিম শাহ ও ব্যাটসম্যান হায়দার আলী। দলে ফিরেছেন সরফরাজ আহমেদ, ওয়াহাব রিয়াজ, মোহাম্মদ আমির ও ফখর জামান। সর্বশেষ খেলা টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়েছেন আহসান আলী, আহমাদ বাট, মোহাম্মদ মুসা ও উসমান কাদির।

আগামী ২৮ আগস্ট ম্যানচেস্টারে শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। একই মাঠে পরের ৩০ আগস্ট ও ১ সেপ্টেম্বর হবে বাকি দুই ম্যাচ।

পাকিস্তান টি-টোয়েন্টি দল

বাবর আজম (অধিনায়ক), ফখর জামান, হায়দার আলী, হারিস রউফ, ইফতিখার আহমেদ, ইমাদ ওয়াসিম, খুশদিল শাহ, মোহাম্মদ হাফিজ, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ রিজওয়ান, মোহাম্মদ আমির, নাসিম শাহ, সরফরাজ আহমেদ, শাদাব খান, শাহিন শাহ আফ্রিদি, শোয়েব মালিক ও ওয়াহাব রিয়াজ।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ