ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

নেইমার ও এমবাপ্পের মূল্যে কেনা যাবে পুরো বায়ার্ন দলকে

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ আগস্ট ২৩ ১২:৫৯:৫৪
নেইমার ও এমবাপ্পের মূল্যে কেনা যাবে পুরো বায়ার্ন দলকে

ফরাসি ক্লাবটি শুধু নেইমার আর কিলিয়ান এমবাপ্পেকে কিনতে যত টাকা খরচ করেছে, বায়ার্নের পুরো স্কোয়াডের দাম তার চেয়ে কম। এমন তথ্য দিয়েছে ফুটবলবিষয়ক ওয়েবসাইট ট্রান্সফার মার্কেট। একসঙ্গে নেইমার-এমবাপ্পের বাজারমূল্য ৩৩০.৩ মিলিয়ন পাউন্ড। ২০১৭তে বার্সেলোনা থেকে ব্রাজিলিয়ান সুপারস্টারকে কিনতে প্রায় ২০০ মিলিয়ন পাউন্ড খচর হয় পিএসজির। একই বছর মোনাকো থেকে ১৩০.১৩ মিলিয়ন পাউন্ডে ফরাসি ‘গোল্ডেন বয়’ এমবাপ্পেকে দলে ভেড়ায় তারা।

দেখা যাক, বায়ার্ন মিউনিখের বর্তমান দলে থাকা ফুটবলারদের কার মূল্য কত। অবাক শোনালেও অলিম্পিক লিঁওর বিপক্ষে সেমিফাইনাল খেলতে নামা বায়ার্ন একাদশের সবচেয়ে দামী ফুটবলার ম্যানুয়েল নয়্যার। জার্মান গোলরক্ষককে ২৭ মিলিয়ন পাউন্ডে কিনেছিল বায়ার্ন। নয়্যারের পর রয়েছেন থিয়াগো আলকানতারা। স্প্যানিয়ার্ড এই মিডফিল্ডার ২২.৫ মিলিয়ন পাউন্ডে যোগ দেন বায়ার্নে। তৃতীয় স্থানে আছেন ডিফেন্ডার জেরোম বোয়েটাং। ১২.১৫ মিলিয়ন পাউন্ডে তাকে কিনেছিল জার্মান ক্লাবটি।

প্রশ্ন জাগতে পারে রবার্ট লেভানদোস্কি, সার্জ নাব্রির মূল্য কত? ২০১৪তে বরুশিয়া ডর্টমুন্ড থেকে ফ্রি ট্রান্সফারে বায়ার্নে নাম লেখান পোলিশ স্ট্রাইকার লেভানদোস্কি। যদিও তখনকার সময়ে তার বাজারমূল্য ছিল ৪৪.৮৭ মিলিয়ন পাউন্ড। আর ২০১৭তে ভেরদার ব্রেমেন থেকে নাব্রিকে দলে ভেড়াতে বায়ার্নের খরচ হয় ৭.৫ মিলিয়ন পাউন্ড।

লেভানদোস্কি ছাড়াও ফ্রি ট্রান্সফারে বায়ার্নে এসেছিলেন টমাস মুলার ও লিওন গোরেৎসকা। ডেভিড আলাবার মূল্য ছিল মাত্র ১ লাখ ৩৫ হাজার পাউন্ড, জশুয়া কিমিক ৭.৬৫ মিলিয়ন পাউন্ড, আলফোন্সো ডেভিস ৯ মিলিয়ন ও ইভান পেরিসিচের লোন ফি সাড়ে ৪ মিলিয়ন পাউন্ড। সবমিলিয়ে লিঁওর বিপক্ষে খেলা বায়ার্নের শুরুর একাদশের মূল্য ৯০ মিলিয়ন পাউন্ড। আর ওই ম্যাচে বেঞ্চে থাকা ফুটবলারদের মধ্যে জাভি মার্টিনেজ ৩৬ মিলিয়ন, কোরেন্তিন তোলিসো ৩৭ মিলিয়ন ও বেঞ্জামিন পাভারের মূল্য ৩১ মিলিয়ন পাউন্ড। লুকাস হার্নান্দেজকে কেনা হয়েছিল ৭২ মিলিয়ন পাউন্ডে। মজার ব্যাপার হলো বায়ার্ন স্কোয়াডের সবচেয়ে দামী খেলোয়াড় ফিলিপে কুটিনহো মূলত বার্সেলোনার ফুটবলার। ২০১৮তে লিভারপুল থেকে ১৬০ মিলিয়ন ইউরোতে এই ব্রাজিলিয়ানকে কিনে নেয় বার্সা। কিন্তু গত আগস্টে কুটিনহোকে বায়ার্নে ধারে খেলতে পাঠিয়ে দেয় কাতালান ক্লাবটি।

কুটিনহো-হার্নান্দেজদের সঙ্গে স্কোয়াডের বাকি ফুটবলারের ট্রান্সফার ফি যোগ করলে হয় ৩২৪.২১ মিলিয়ন পাউন্ড। এরপরও নেইমার-এমবাপ্পের ট্রান্সফার ফি থেকে ৬.০৯ মিলিয়ন পাউন্ড ঘাটতি থেকে যায়।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ