ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

ইংল্যান্ডের সাথে পারলো না পাকিস্তান

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ আগস্ট ২৩ ১২:১৪:৫৮
ইংল্যান্ডের সাথে পারলো না পাকিস্তান

শনিবার আট উইকেটে ৫৮৩ রানে প্রথম ইনিংস ঘোষণা করে ইংল্যান্ড। ডাবল সেঞ্চুরি তুলে নেন জ্যাক ক্রলি। শতক হাঁকান জস বাটলার। জবাব দিতে নেমে শুরুতেই এই রানের চাপায় পড়ে পাকিস্তান। দুই ওপেনার সাজঘরে ফিরেছেন তো বটেই, অতিথিদের হতাশা কয়েকগুণ বেড়ে গেছে ব্যাটিং ভরসা বাবর আজম সাজঘরে ফেরায়।

তিন উইকেটে ২৪ রানে দ্বিতীয় দিনের খেলা শেষ করে পাকিস্তান। ইংল্যান্ডের চেয়ে ৫৫৯ রানে পিছিয়ে আছে আজহার আলির দল। শুরুতেই সফরকারীদের টপ অর্ডারে ধস নামান জিমি অ্যান্ডারসন। শান মাসুদ (৪), আবিদ আলি (১) ও বাবর (১১)- তিনজনকেই সাজঘরে পাঠান ইংলিশ এই পেসার। টেস্ট ক্রিকেটে ছয় শ উইকেটের মাইলফলক ছুঁতে জিমির দরকার এখন মাত্র চারটি শিকার।

এর আগে ব্যাট করতে নেমে কাল চার উইকেটে স্কোর বোর্ডে আরো ৩৩২ রান জমা করেছে ইংল্যান্ড। ডাবল সেঞ্চুরির খুব কাছে থেকে নাসিম শাহর বলে দ্বিতীয় স্লিপে দাঁড়িয়ে থাকা বাবরকে ক্যাচ দিয়ে বেঁচে যান ক্রলি। বল পেরিয়ে যায় সীমানা দঁড়ি। তাতেই গেল ৪১ বছরের মধ্যে ক্রলিই এখন ইংল্যান্ডের সর্বকনিষ্ঠ ব্যাটসম্যান যিনি দ্বিশতকের মালিক হলেন।

বাটলারের সেঞ্চুরি নিয়েও ছিল নাটকীয়তা। বিরতির আগে মোহাম্মদ আব্বাসের বলে তাকে আউট দেন আম্পায়ার। কিন্তু রিভিউ নিয়ে বেঁচে যান ৯৯ রানে থাকা বাটলার। শেষ পর্যন্ত ব্যক্তিগত সংগ্রহ দেড় শ ছাড়িয়েছেন তিনি। আর তার সঙ্গী ক্রলি পেরিয়ে গেছেন আড়াই শ রানের গণ্ডি।

৩৪ চার ও এক ছক্কায় ২৬৭ রানে ফেরেন ক্রলি। ১৩ চার ও দুই ছক্কায় বাটলার করেন ১৫২ রান। পরে ইনিংসের শেষ দিকে ঝড় ওঠে ইংলিশ লোয়ার অর্ডারে। ওয়ানডে মেজাজের ব্যাটিংয়ে ক্রিস ওকস ৪০, ডম বেস ২৭* ও স্টুয়ার্ট ব্রড ১৫ রান করেন। ইংলিশদের পতন হওয়া আট উইকেটের দুটি করে নিয়েছেন শাহিন আফ্রিদি, ইয়াসির শাহ ও ফাওয়াদ আলম।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ