ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

সিরিজের শেষ ম্যাচে ইংলিশদের রানের পাহাড় সামনে উইকেট হারিয়ে ধুঁকছে পাকিস্তান

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ আগস্ট ২৩ ১১:০২:৪৮
সিরিজের শেষ ম্যাচে ইংলিশদের রানের পাহাড় সামনে উইকেট হারিয়ে ধুঁকছে পাকিস্তান

অ্যাজেস বোলে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেন ইংলিশ অধিনায়ক জো রুট। তবে এদিন শুরুটা ভালো করতে পারেনি ইংল্যান্ড। দলীয় ১২ রানেই মাত্র ৬ রান করে ফিরেন ররি বার্নস। এরপর ডম সিবলিও ব্যক্তিগত ২২ রানে প্যাভিলিয়নের পথ ধরেন।

তবে একপাশ থেকে দলকে আগলে রাখতে শুরু করে ক্রাউলি। তাকে বেশি সময় সঙ্গ দিতে পারেননি অধিনায়ক জো রুট (২৯) ও অলিয়ে পপ (৩)। দলীয় ১২৭ রানে যখন ইংলিশরা ৪ উইকেট হারায়, তখন বাটলারকে নিয়ে ব্যাটিং বিপর্যয় কাটিয়ে ওঠেন ক্রাউলি।

দু’জনের ৩৫৯ রানের জুটিতে ৫৮৩ রানে প্রথম ইনিংস ঘোষণা করে ইংল্যান্ড। ৩৯৩ বল খেলে ৩৪ চার ও ১ ছক্কায় ২৬৭ রান করে ফিরেন ক্রাউলি। সেই সাথে ১৪টি চার ও ২টি ছক্কার মাধ্যমে ৩১১ বলে ১৫২ রান করে ফিরেন বাটলার। এরপর ওকস ৪০, ডম বেস ২৭ ও ব্রড ১৫ রান করে ফিরলে ইনিংস ঘোষণা করে স্বাগতিকরা।

পাহাড় সমান রান তারা করতে নেমে শুরুতেই দুই ওপেনারকে হারায় পাকিস্তান। মাসুদ (৪) ও আবিদ আলীকে ১ রানে ফেরান অ্যান্ডারসন। এরপর ১১ রান করা বাবরকে অ্যান্ডারসন প্যাভিলিয়নের পথ ধরালে দ্বিতীয় দিনের খেলা শেষ ঘোষণা করা হয়।

সংক্ষিপ্ত স্কোর (২য় দিন শেষে)ইংল্যান্ড (প্রথম ইনিংস): ৩৩২/৪ (৯০)ক্রোলি ২৬৭, বাটলার ১৫২ফাওয়াদ আলম ২/৪৬, আফ্রিদি ২/১২১, ইয়াসির ২/১৭৩

পাকিস্তান (প্রথম ইনিংস): ২৪/৩(১০.৫)আজহার ৪*, বাবর ১১অ্যান্ডারসন ৩/১৩

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ