ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

ক্রিকেট বিশ্বকে চমকে দিয়ে নতুন রেকর্ড গড়লেন বাবর আজম

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ আগস্ট ২২ ২০:৫১:৪৭
ক্রিকেট বিশ্বকে চমকে দিয়ে নতুন রেকর্ড গড়লেন বাবর আজম

স্টিভেন স্মিথ, জো রুট এবং কেইন উইলিয়ামসনের পাশাপাশিই রাখা উচিত বাবরকেও।তবে একদিক থেকে এদেরকেও ছাড়িয়ে গেছেন পাকিস্তানী তারকা। যদিও এদের সবার চেয়ে বেশ পরেই আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখেছেন। তারপরও বিরাটদের সঙ্গে তার তুলনা যে একেবারেই অমূলক নয় সেটি প্রমাণ করেই চলেছেন ২৫ বছর বয়সী তারকা।

মাত্র খেলেছেন ২৮টি টেস্ট। ইংল্যান্ডের বিপক্ষে খেলতে থাকা বাবর গেল টেস্টে খেললেন নিজের ৫১তম ইনিংস। পরিসংখ্যানে দেখা গেছে, ৫০ ইনিংস শেষে কোহলির চেয়ে বেশ এগিয়ে বাবর আজম। নিজের প্রথম ৫০ ইনিংসে কোহলির সংগ্রহ ছিল ১৮৩৫ রান। সেসময় তার ব্যাটিং গড় ছিল ৩৯.৮৯। সেঞ্চুরি ৬টি আর ফিফটি ৯টি। ৫০ ইনিংস শেষে বেশ এগিয়ে বাবর। এই সময়ে তার রান ১৯২৪। গড় প্রায় ৪৫। এরমধ্যে সেঞ্চুরি ৫টি হলেও, ফিফটি পেয়েছেন ১৪টি ইনিংসে।

বাবর আজমের আরো একটি কীর্তির কথা না বললেই নয়। বর্তমান সময়ে তিন ফরম্যাটের ক্রিকেটেই ব্যাটিং র‌্যাংকিংয়ে শীর্ষ ৫-এ থাকা একমাত্র ক্রিকেটার তিনি। টেস্ট র‌্যাংকিংয়ে তার অবস্থান ৫-এ হলেও, ওয়ানডেতে তিনি আছেন ৩ নম্বরে। আর টি-টোয়েন্টি ফরম্যাটে তো বর্তমানে বিশ্বসেরা ব্যাটসম্যান তিনি। আছেন তালিকার একেবারে শীর্ষে।

বাবর আজম প্রমাণ করেছেন তিন ফরম্যাটেই সমানভাবে দাপট দেখানো যায়। মাত্র ২৫ বছর বয়সেই তিনি নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়। এবার কেবল এগিয়ে যাওয়ার পালা।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ