ঢাকা, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১২ ফাল্গুন ১৪৩১

করোনা ভাইরাসঃ সকল রেকর্ড ভেঙে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড গড়ল ভারত

বিশ্ব ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ আগস্ট ২১ ১৮:১৪:৩৫
করোনা ভাইরাসঃ সকল রেকর্ড ভেঙে সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড গড়ল ভারত

ওয়ার্ল্ডোমিটারের নিয়মিত পরিসংখ্যান অনুযায়ী, শুক্রবার সকাল পর্যন্ত ভারতে করোনা আক্রান্ত বেড়ে হয়েছে ২৯ লক্ষ ৪ হাজার ৩২৯। গত ২৪ ঘণ্টায় পজিটিভ ৬৮ হাজার ৫০৭ জন। মৃত্যু হয়েছে ৯৮১ জনের। সবমিলিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৪ হাজার ৯৭৫।

করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ২১ লক্ষ ৫৭ হাজার ৯৪১। অ্যাক্টিভ আক্রান্ত ৭ লক্ষ ৩৯ হাজার ২৬৭ জন। এ পর্যন্ত মোট ৩ কোটি ২৬ লক্ষ ৬১ হাজারের উপর কোভিড টেস্ট হয়েছে। প্রতি ১০ লক্ষ জনসংখ্যায় টেস্ট হয়েছে ২৩,৬৩৬ জনের।

এদিকে ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ-এর (ICMR) একটি গবেষণাপত্রে দাবি করা হয়েছে, ভারতের হটস্পট বা কনটেনমেন্ট জোনের প্রায় এক তৃতীয়াংশ মানুষই করোনায় আক্রান্ত। এ বার সেই দাবি আরও জোরাল হয়ে সামনে এল সাম্প্রতিক একটি সমীক্ষার রিপোর্টে।

সম্প্রতি Thyrocare পরিচালিত একটি সমীক্ষাপত্রে দাবি করা হয়েছে, দেশের মোট জনসংখ্যার প্রায় ২৬ শতাংশ মানুষ করোনায় আক্রান্ত হয়েছেন! দেশজুড়ে প্রায় ২ লাখ ৭০ হাজার অ্যান্টিবডি পরীক্ষার পর এই সিদ্ধান্তে পৌঁছেছেন Thyrocare-এর সমীক্ষার সঙ্গে যুক্ত গবেষকরা।

সমীক্ষায় দাবি করা হয়েছে, ২ লাখ ৭০ হাজার অ্যান্টিবডি পরীক্ষার পর দেখা গেছে, এদের মধ্যে প্রায় ২৬ শতাংশের শরীরে করোনা-রোধী অ্যান্টিবডি তৈরি হয়েছে। অর্থাৎ, প্রায় ৭০ হাজারেরও বেশি মানুষ কোনও ভাবে, কখনও না কখনও এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের অনেকেই হয়তো নিজের অজান্তেই করোনায় আক্রান্ত হয়েছেন, আবার সেরেও উঠেছেন নিজে থেকেই।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে