ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

৬ ৬ ৪ ৪ ৬ হাড্ডাহাড্ডি লড়াইয়ে দেখেনিন সিপিএলের ১ম ম্যাচের ফলাফল

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ আগস্ট ১৯ ১১:৩১:৩৭
৬ ৬ ৪ ৪ ৬ হাড্ডাহাড্ডি লড়াইয়ে দেখেনিন সিপিএলের ১ম ম্যাচের ফলাফল

ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় সেন্ট কিটস। তার সুবাদে বার্বাডোস আগে ব্যাট করতে নেমে, শুরুতে দুই ওপেনারকে হারালেও কাইল মায়ের্স খেলেন ২০ বলে ৩৭ রানের ইনিংস। এরপর অধিনায়ক জেসন হোল্ডারও ৩ ছক্কা ও ২ চারে ২২ বলে করেন ৩৮ রান।

শেষ দিকে ব্যাট হাতে দুর্দান্ত খেলেন রশিদ খান ও মিচেল স্যান্টনার। স্যান্টনার ১৮ বলে ২০ ও রশিদ খানের ২০ বলে ২৬ রানের অপরাজিত ইনিংসে নির্ধারিত ২০ ওভার শেষে ৯ উইকেটের বিনিময়ে ১৫৩ রান করে বার্বাডোস।

১৫৪ রানের জবাবে রশিদ খান ও স্যান্টনারের স্পিন ঘূর্ণিতে নির্ধারিত ওভারে ৫ উইকেটের বিনিময়ে ১৪৭ রান করতে সক্ষম হয় সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস। দলের পক্ষে সর্বোচ্চ রান করেন জশুয়া ডা সিলভা (৪১ বলে ৪১ রান)। এছাড়া বেন ডাঙ্ক ৩৪, ক্রিস লিন ১৯, লুইস ১২ ও রামদিন করেন ১৩ রান।

সংক্ষিপ্ত স্কোর–

বার্বাডোজ ট্রাইটেন্ডস: ১৫৩/৯ (২০)হোল্ডার ৩৮, মেয়ার্স ৩৭, রশিদ ২৬*কটরেল ২/১৬, এমরিট ২/১৬, তানভীর ২/২৫

সেন্ট কিটস অ্যান্ড নেভিস প্যাট্রিয়টস: ১৪৭/৫ (২০)জশুয়া ৪১*, ডাঙ্ক ৩৪, লিন ১৯স্যান্টনার ২/১৮, রশিদ ২/২৭ ফলাফলঃ ৬ রানে জয়ী বার্বাডোজ ট্রাইটেন্ডস।ম্যাচ সেরাঃ মিচেল স্যান্টনার (২০; ২/১৮)।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ