ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

শুধুমাত্র একটি সিরিজকে না করলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ আগস্ট ১৮ ২১:১৫:২৯
শুধুমাত্র একটি সিরিজকে না করলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড

এরমধ্যে মাত্র শ্রীলঙ্কার বিপক্ষে স্থগিত হওয়া সিরিজটি নিশ্চিত করতে পেরেছে বাংলাদেশ। সেপ্টম্বরেই দ্বীপরাষ্ট্রটিতে খেলতে যাচ্ছে টাইগাররা। তবে বিসিবি সভাপতি আশ্বাস দিলেন, অন্য যেসব সিরিজগুলো স্থগিত হয়েছে সেগুলো একেবারে বাতিল হয়ে যায়নি। শীঘ্রই অন্য দলগুলোর বিপক্ষেও খেলবেন সাকিব-মুশফিকরা।

শনিবার (১৩ আগস্ট) গণমাধ্যমে এসব কথা জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। তিনি বলেন, কয়েকটা সিরিজ আমরা মিস করে ফেলেছি। আমাদের এখানে আসার কথা ছিল অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ডের। পাকিস্তানের বিপক্ষে একটা টেস্ট বাকি আছে। আয়ারল্যান্ড সফর আছে। সবগুলো সিরিজই আমরা খেলতে পারবো। সবার সঙ্গে আমাদের কথা হয়েছে। আমরা সময়সূচীও অনেকটা চূড়ান্ত করে ফেলেছি।

তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঘরোয়া সিরিজটি শেষপর্যন্ত বাতিল হতে পারে বলে আশঙ্কা করছেন বিসিবি সভাপতি। কারণ এখন পর্যন্ত অজিদের সঙ্গে সমঝোতায় পৌঁছুতে পারেনি বিসিবি।

এ বিষয়ে তিনি বলেন, অস্ট্রেলিয়া ছাড়া বাকি সবগুলো সিরিজই আমরা খেলতে পারবো। অস্ট্রেলিয়া সময় দিতে পারছে না। কারণ তাদেরও অনেকগুলো সিরিজ আটকে আছে। সেজন্যে ওই সফরের বিষয়ে আমরা কোন সিদ্ধান্তে আসতে পারিনি। অক্টোবরে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজের মাধ্যমে আবারো আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ।

ঘরোয়া ক্রিকেট বিশেষ করে ঢাকা প্রিমিয়ার লিগ শুরু না হলে বেশ সমস্যায় পড়বেন স্থানীয় ক্রিকেটাররা। কারণ এর উপর নির্ভর করেই রুটি রুজি করেন অনেকেই। তাই লিগ শুরু না হলে তাদের জন্য বড় ধাক্কাই হবে। আপাতত সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানান পাপন, ‘এ সময়টা সবার জন্য এরকমই। কিছু করার নেই। আপনার লক্ষ লক্ষ, কোটি কোটি লোক চাকরি হারাচ্ছে।

কোটি কোটি মানুষের আয় নেই, ব্যবসা নেই। এটা একটা অনিশ্চয়তা। এজন্য আমরা আল্লাহর কাছে দোয়া করি কত দ্রুত সম্ভব এটা থেকে বের হতে পারি। ভ‌্যাসকিন আসলে সব ঠিক হয়ে যাবে এমন নিশ্চয়তাও নেই। যদি ভ‌্যাসকিন আসবে, ট্রায়াল হবে, সেটা প্রয়োগ হবে… সব কিছুর জন্য সময় লাগবে। খুব খারাপ সময় যাচ্ছে।’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ