ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

আইপিএল বন্ধ করতে এক আইনজীবীর পিটিশন দায়ের

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ আগস্ট ১৮ ১৫:১১:৫৮
আইপিএল বন্ধ করতে এক আইনজীবীর পিটিশন দায়ের

করোনাভাইরাসের কারণে ভারতের বদলে এবারের পুরো আসরটি হবে আরব আমিরাতে। কিন্তু টুর্নামেন্ট শুরুর আগেই আইনি ঝামেলায় পড়তে পারেন আইপিএল আয়োজকরা।

কেননা আরব আমিরাতে আইপিএল আয়োজন ঠেকানোর জন্য এরই মধ্যে পিটিশন দায়ের করেছেন অভিষেক লগু নামের এক আইনজীবী। মঙ্গলবার মুম্বাই হাইকোর্টে এ পিটিশন দায়ের করেছেন তিনি। যেকোনোভাবে ভারতেই আইপিএল আয়োজনের আবেদন করেছেন এ আইনজীবী।

নিজেকে বড় ক্রিকেটভক্ত হিসেবে উল্লেখ করে অভিষেক লগু জানিয়েছেন কোনোভাবেই ভারতের বাইরে আইপিএল হতে দেয়া উচিৎ নয়। কেননা এর সঙ্গে প্রায় ৫০ কোটি টাকার ব্র্যান্ড ভ্যালু জড়িত রয়েছে। যা কি না আসন্ন মৌসুমে আরও বাড়বে বলেই ধারণা অভিষেকের। তাই আইপিএল দেশের বাইরে যেতে দেয়া উচিৎ নয় বলেই মন্তব্য তার।

দায়ের করা পিটিশনে লিখেছেন, ‘আইপিএল কোনো চ্যারিটি ইভেন্ট নয়। করোনা মহামারীর কারণে অনেক ব্যবসায় ধস নেমেছে। আইপিএলটা ভারতেই রাখলে এটি দেশের অর্থনীতির জন্য অনেক বড় একটা পরিবর্তন আনতে পারবে। দেশের জন্যই আইপিএল অন্য কোথাও করা উচিৎ নয়।’

মঙ্গলবার ডিভিশন বেঞ্চের প্রধান বিচারপতি দীপঙ্কর দত্ত এবং বিচারপতি রেভাতি মোহিত এই পিটিশনের শুনানি করবেন।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ