ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

অনূর্ধ্ব-১৯ দলের ১৫ ক্রিকেটারের করোনা ফলাফল প্রকাশ

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ আগস্ট ১৮ ১৩:৫৪:১৯
অনূর্ধ্ব-১৯ দলের ১৫ ক্রিকেটারের করোনা ফলাফল প্রকাশ

তাদের সবাইকে সোমবার পাঠিয়ে দেয়া হয়েছে বিকেএসপিতে। সেখানে ২৩ আগস্ট শুরু হবে অনূর্ধ্ব-১৯ দলের ক্যাম্প।

তার আগে কয়েক ধাপে করোনা পরীক্ষা করা হবে ক্যাম্পে ডাক পাওয়া ৪৫ যুবা ক্রিকেটারের। আগেরদিন ১৫ জন খেলোয়াড়ের করোনা পরীক্ষা নেয়া হয়। কাল তাদের সবার রিপোর্ট এসেছে নেগেটিভ।

সোমবার আরও ১৬ জনের করোনা পরীক্ষা হয়েছে। আজ তাদের রিপোর্ট পাওয়া যাবে। যারা নেগেটিভ হবেন, যথারীতি তারাও বিকেএসপি যাবেন। আজ ও বৃহস্পতিবার আরও দু’দফা করোনা পরীক্ষা হবে বাকিদের।

বিকেএসপিতে ফিটনেস ও স্কিল ট্রেনিং ক্যাম্প চলবে চার সপ্তাহ। ২৩ আগস্ট শুরু হয়ে চলবে ১৮ সেপ্টেম্বর পর্যন্ত। গোটা দেশকে চারটি জোনে ভাগ করে বিসিবির ন্যাশনাল গেম ডেভেলপমেন্ট বিভাগ ইয়ুথ ক্রিকেট লিগ আয়োজন করে থাকে।

এই লিগ থেকেই ভবিষ্যতের সাকিব-মুশফিকদের আবিষ্কার করেন নির্বাচকরা। এবার করোনার কারণে লিগটি শেষ না হওয়ায় দল নির্বাচন করতে পারেনি বিসিবি। বিকেএসপিতে চার সপ্তাহের ক্যাম্পে আটটি ম্যাচ খেলবেন আকবর আলীর উত্তরসূরিরা।

ওই ম্যাচগুলোর পারফরম্যান্স দেখেই ৪৫ জন থেকে ২৫-৩০ জনে দল কমিয়ে আনবেন নির্বাচকরা।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ