ঢাকা, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪, ১৪ পৌষ ১৪৩১

১ লাখ ৩৯ হাজার টাকার টিকিট ভাড়া দিয়েও প্রবাসে যেতে রাজি প্রবাসীরা, তবুও পড়ছে চরম বিপদে

প্রবাসী ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ আগস্ট ১৭ ১৯:৩০:৩৪
১ লাখ ৩৯ হাজার টাকার টিকিট ভাড়া দিয়েও প্রবাসে যেতে রাজি প্রবাসীরা, তবুও পড়ছে চরম বিপদে

তবে টিকিট সংকটের সুরাহা হয়নি। এ অবস্থায় সময়মতো কর্মস্থলে না ফিরতে পারলে চাকরি হারানোর আশঙ্কা করছেন অনেকে।

চট্টগ্রাম বিমান বাংলাদেশ এয়ারলাইনস অফিসের সামনে গতকাল রবিবারও বিক্ষোভ করেছেন শত শত প্রবাসী। করোনা মহামারির শুরুর আগে সংযুক্ত আরব আমিরাত (ইউএই) থেকে দেশে এসে আটকা পড়েছেন তাঁরা। আমিরাত সরকার ভিসা উন্মুক্ত করার পরও কাঙ্ক্ষিত টিকিট পাচ্ছেন না তাঁরা।

আমিরাতের রাজ্য আল-আইন প্রবাসী আবু বকর গতকাল ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে প্রবাসমেইল-কে বলেন, আমার ২০ আগস্টের মধ্যে কর্মস্থলে যাওয়ার বাধ্যবাধকতা ছিল। চার দিন ধরে আমি বিমান অফিসে ঢুকতেই পারিনি। গত মঙ্গলবার বিকেলে বিমান ওয়েবসাইটে ২৫ আগস্ট পর্যন্ত সব টিকিট বিক্রি দেখানো হচ্ছিল। আর ২৬ আগস্টের টিকিট বিক্রি হয় এক লাখ ছয় হাজার টাকায়।

“রাতে সেটি দেখানো হয় এক লাখ ৩৯ হাজার টাকা। এই ভাড়া দিয়েও যেতে রাজি; কিন্তু আগস্টে কোনো টিকিটই নেই। এখন চাকরি যাওয়ার উপক্রম।”

তিনি বলেন, ছবিসহ সার্বিক বিষয় কর্তৃপক্ষকে জানিয়ে তিনি সময় বাড়িয়ে নিয়েছেন। এখন সেই সময়ের মধ্যে যেতে না পারলে চাকরি হারানোর ঝুঁকি আছে বলে জানান তিনি।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে