ঢাকা, শনিবার, ২৫ জানুয়ারি ২০২৫, ১০ মাঘ ১৪৩১

সত্যি হল গুঞ্জন, দ্বিতীয় বিয়ে করলেন শখ

বিনোদন ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ আগস্ট ১৭ ১৫:২৬:৪৪
সত্যি হল গুঞ্জন, দ্বিতীয় বিয়ে করলেন শখ

জানা গেছে, গাজীপুর জেলার কালিয়াকৈর থানার বলিয়াদি গ্রামে শখের শ্বশুরবাড়ি বাড়ি। শখের স্বামী রহমান জন একজন ব্যবসায়ী। চলতি বছর ১২ মে ঘরোয়াভাবে শখ ও জনের বিয়ে হয়। দুজন সংসার পেতেছেন উত্তরার একটি বাসায়।

এ বিষয়ে জনের ভাগ্নে আরাফ রহমান বলেন, পারিবারিকভাবে বিয়ে হয়। তবে বিষয়টি গোপন রাখতে বলার কারণে আমরা বাইরে জানাই নি। ঈদে তিনি আমার নানারবাড়িতে এসেছেন। অনেক ভালো মনের মানুষ তিনি। সবার ভালো-মন্দের খোঁজখবর নিয়েছেন।

নতুন সংসার কেমন চলছে শখের? বিষয়টি জানতে শখের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলেও তাকে পাওয়া যায়নি। শোবিজের মানুষও তার বিষয়ে কোনো তথ্য দিতে পারেনি। এখন সবাই অপেক্ষা করছেন শখ নিজেই বিয়ের আনুষ্ঠানিক ঘোষণা দেবেন বলে।

প্রসঙ্গত, এর আগে ২০১৫ সালের ৭ জানুয়ারি অভিনেতা নিলয় আলমগীরকে ভালোবেসে বিয়ে করেছিলেন শখ। সেই বিয়ে ভেঙে যায় দুই বছরের মাথায়।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ



রে