ঢাকা, মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ১২ ফাল্গুন ১৪৩১

রাশিয়ার করোনা ভ্যাকসিন নিতে আগ্রহী যে সকল দেশ

বিশ্ব ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ আগস্ট ১৪ ২২:২৬:৫১
রাশিয়ার করোনা ভ্যাকসিন নিতে আগ্রহী যে সকল দেশ

রাশিয়া এতে সাড়া দিয়েছে এবং ক্লিনিক্যাল ট্রায়ালের জন্য তারা ৫টি দেশকে বেছে নিয়েছে। দেশগুলো হল- সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ব্রাজিল, ফিলিপাইন এবং ভারত। সেই সঙ্গে দক্ষিণ কোরিয়া, তুরস্ক, কিউবাতেও এ ট্রায়াল হতে যাচ্ছে।

এ প্রসঙ্গে রাশিয়ান ডিরেক্ট ইনভেস্টমেন্ট ফান্ডের প্রধান কিরিল দিমিত্রিভ বলেন, ‘প্রথম যে ২০টি দেশ এই নিয়ে আগ্রহ দেখিয়েছে তাদের মধ্যে ভারত, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ব্রাজিল, ফিলিপাইন অন্যতম। চলতি বছর ডিসেম্বরের মধ্যে ২০ কোটি ডোজ স্পুটনিক ভি তৈরি করতে চলেছে রাশিয়া।’

তিনি বলেন, ‘জনসাধারণের জন্যও টিকা তৈরি শুরু করে দিয়েছে রাশিয়া। আর সেটাই আগ্রহী করে তুলেছে বিভিন্ন দেশকে। দক্ষিণ আমেরিকা, পশ্চিম এশিয়া এবং এশিয়ার ২০টি দেশ এই টিকার জন্য রাশিয়ার কাছে আবেদন করেছে।’

তিনি আরও বলেন, ‘বিদেশি সহযোগীদের সঙ্গে বছরে ৫০ কোটি ডোজের বেশি টিকা তৈরি করতে আমরা প্রস্তুত। তবে রাশিয়ায় উৎপাদিত টিকা রাখা থাকবে শুধুই রুশ নাগরিকদের জন্য। অন্য যে দেশ আগ্রহী হবে, তারা ফরমুলা মেনে নিজেদের ভ্যাকসিন নিজেরাই তৈরি করে নেবে।’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে