ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

নতুন দায়িত্ব পেলেন নাসির-মোসাদ্দেকেরা

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ আগস্ট ১৪ ১৭:৩৫:৫১
নতুন দায়িত্ব পেলেন নাসির-মোসাদ্দেকেরা

এই নিয়ে সর্বমোট ২০ জেলায় কমিটি গঠন করা হয়েছে। আর জেলাভিত্তিক এই কমিটিগুলোর নেতৃত্ব দিবেন ক্রিকেটাররা। মূলত জেলা পর্যায়ে ক্রিকেটারদের সুযোগ-সুবিধা নিয়ে দেখভাল করবেন তারা। গত ২৬ জুলাই জেলাভিত্তিক কমিটি গুলোর তালিকা প্রকাশ করেন কোয়াব।

সেই তালিকায় দেখা যায়, রংপুর জেলা কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন অলরাউন্ডার নাসির হোসেন। একই জেলায় সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন সোহরাওয়ার্দী শুভ। এছাড়া ময়মনসিংহ জেলার সহ-সভাপতি হয়েছেন শুভাগত হোম চৌধুরী এবং সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন মোসাদ্দেক হোসেন।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এক বার্তায় তারা লিখেন, “ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (কোয়াব) দেশের দশটি জেলায় কোয়াবের জেলা শাখার অনুমোদন দিয়েছেন। ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সম্মানিত সভাপতি ও সাধারণ সম্পাদক আজ উক্ত কমিটির অনুমোদন দিয়েছেন।”

“জেলা কমিটি গঠনের মূল উদ্দেশ্য হচ্ছে নিয়মিতভাবে জেলা ক্রিকেট লীগ আয়োজনে উল্লেখযোগ্য ভূমিকা রাখা ও জেলা পর্যায়ে ক্রিকেটারদের কল্যাণে মুখ্য ভূমিকা পালন।কোয়াব আশা প্রকাশ করে উল্লিখিত কমিটির ক্রিকেটাররা তাদের উপর অর্পিত দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করবেন। সকলকে আন্তরিক অভিনন্দন।”

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ