ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

শ্রীলঙ্কা সফরে দলপতি তামিম কে নিয়ে নতুন দুশ্চিন্তা

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ আগস্ট ১৪ ১৬:৫৩:২৫
শ্রীলঙ্কা সফরে দলপতি তামিম কে নিয়ে নতুন দুশ্চিন্তা

কিছুদিন আগে লন্ডন থেকে চিকিৎসা শেষে দেশে ফিরেছেন তামিম ইকবাল। পেটের ব্যাথার কারণে সেখানে পৌঁছে বেশ কিছু পরীক্ষা নিরীক্ষা করান তিনি। তবে এখনও কয়েকটি পরীক্ষার রিপোর্ট হাতে পাননি তিনি।

রিপোর্ট পাওয়ার পর নিজের শারীরিক অবস্থা সম্পর্কে পুরোপুরি জানতে পারবেন তামিম। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরীও অপেক্ষায় আছেন সেই রিপোর্টের।

ইংরেজি দৈনিক নিউ এজকে দেবাশীষ বলেছেন, 'সে (তামিম) আগামী দুই এক দিনের মধ্যে ডাক্তারের সঙ্গে কথা বলবে। যদিও সব পরীক্ষা নিরীক্ষা শেষ, তবে এখনও রিপোর্ট আসেনি। এখন পর্যন্ত সে ভালোই আছে। যদি ডাক্তার কিছু খুঁজে পায় এবং কোনো কিছু মেনে তাঁকে মেনে চলতে বলে তাহলে সেটা আলাদা বিষয়। তবে এখন পর্যন্ত সে ঠিক আছে।'

লন্ডন থেকে দেশে ফিরে কিছুদিন আইসোলেশনে ছিলেন তামিম। সবকিছু ঠিক থাকলে আগামী ১৬ আগস্ট থেকে একক অনুশীলন শুরু করবেন তিনি। এই প্রসঙ্গে তামিম নিজেই জানিয়েছেন, 'আমার কোয়ারেন্টাইন ১৫ আগস্ট শেষ হবে। আশা করছি ১৬ আগস্ট থেকে প্রশিক্ষণে যোগ দিতে পারবো।'

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ