ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

তাদের দেখে ভয় পেয়েছিলামঃ জাহানারা

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ আগস্ট ১৪ ১২:২৭:২১
তাদের দেখে ভয় পেয়েছিলামঃ জাহানারা

দীর্ঘদিন মাঠের বাইরে থাকার পর অনুশীলনে নেমে অনেকেই সমস্যার মুখোমুখি হয়েছেন। এদিকে লকডাউনের সময় নিজেকে ফিট রাখতে কাজ করেছেন ডান-হাতি পেসার জাহানারা আলম। এজন্য দীর্ঘদিন পর অনুশীলনে নেমেও বেগ পেতে হয়নি তাকে।

বৃহস্পতিবার থেকে বোলিং অনুশীলন শুরু করেছেন তিনি।

জাহানারা বলেন, ‘টিভি ও পত্রিকায় দেখেছি যে, অনেক খেলোয়াড় দীর্ঘ বিরতির পর একক অনুশীলনে নেমে অস্বস্তি বোধ করেছেন। আমার কাছে কিছুই মনে হয়নি। তাদের দেখে ভয় পেয়েছিলাম। ভেবেছিলাম, আমাকেও যদি একই পরিস্থিতির মুখোমুখি হতে হয়, তাহলে কিভাবে মোকাবেলা করব।’ তিনি বলেন, ‘দীর্ঘ বিরতির পর বোলিং করে স্টেডিয়ামে হেঁটেছি। অসাধারণ অনুভূতি। পুরুষ ক্রিকেটারদের মতো প্রশিক্ষণ সুবিধা দেয়ার জন্য বিসিবিকে ধন্যবাদ।’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ