ঢাকা, শুক্রবার, ১৫ নভেম্বর ২০২৪, ১ অগ্রাহায়ণ ১৪৩১

সদ্য সংবাদ

প্রবাসে যারা পাসপোর্ট হারিয়ে ফেলেছেন সেই সব প্রবাসীদের করণীয়

প্রবাসী ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ আগস্ট ১৪ ১২:১৪:৪০
প্রবাসে যারা পাসপোর্ট হারিয়ে ফেলেছেন সেই সব প্রবাসীদের করণীয়

পুলিশকে অবহিত করুন: যখনি বুঝবেন আপনার পাসপোর্ট হারিয়ে গেছে তৎক্ষণাত আপনার উচিত হবে নিকটবর্তী পুলিশকে অবহিত করা। নিকটবর্তী পুলিশ স্টেশন খুঁজে বের করুন, প্রয়োজনের অন্যের সহযোগিতা নিন। পাসপোর্ট মিসিং ফাইল করুন। সেখানে আপনার নাম-পরিচয় ও যোগাযোগের মাধ্যমটি পরিষ্কারভাবে লিখুন, যাতে তার পাসপোর্ট খুঁজে পেলে আপনাকে জানাতে পারে।

ট্রান্সপোর্ট এজেন্সির সঙ্গে যোগাযোগ করুন: পুলিশকে অবহিত করার পর স্থানীয় ট্রান্সপোর্ট এজেন্সির সঙ্গে দ্রুত যোগাযোগ করুন। তাদেরকে বলুন যে আপনার পাসপোর্ট কিভাবে হারিয়েছে বা চুরি হয়ে গেছে। তাদেরকে অনুরোধ করলে তারা রেডিও মেসেজের মাধ্যমে তাদের ট্যাক্সি, বাস বা অন্যান্য যানবাহন সংশ্লিষ্টদের জানিয়ে দেবে। যদি কোনো চালক এটি খুঁজে পায় তাহলে প্রধান কার্যালয়ে যোগাযোগ করবে যারা আপনার কাছে পাসপোর্টটি ফিরিয়ে দেবে।

দূতাবাসে যোগাযোগ করুন: যেখানে অবস্থান করছেন সেখানে কাছাকাছি অবস্থিত বাংলাদেশ দূতাবাস খুঁজে বের করুন ও জরুরি সাক্ষাতকার চান। এমনকি এমন পরিস্থিতিতে শিডিউল ছাড়াই সরাসরি গিয়েও উপস্থিত হতে পারেন। দূতাবাস আপনাকে অস্থায়ী ট্রাভেল ডকুমেন্ট অথবা জরুরি সার্টিফিকেট দিতে পারে, যার মাধ্যমে আপনি নিজ দেশে ফেরত আসতে পারবেন।

আপনার যদি পাসপোর্টের সঙ্গে টাকাও হারিয়ে যায় তবে দূতাবাস আপনাকে সাহায্য করতে পারে, এমনকি খাবার ও পানীয় দিতে পারে। তারা আপনার টিকিট কেটে দিবে। পরবর্তীতে দেশে ফিরে ইমিগ্রেশন কিংবা নতুন পাসপোর্ট আবেদন করার সময় এই টাকা ফেরত দিতে হতে পারে।

তবে আর্থিক সাহায্য পেতে দূতাবাসের এই প্রক্রিয়ায় সময় লাগতে পারে। তাই যদি পরিচিত কেউ থাকে তাহলে তার কাছ থেকে টাকা নিয়ে বা টিকিট বুকিং করে দেশে ফিরতে পারেন এবং দূতাবাসকে বিষয়টি জানান। ফলে আপনার ও দূতাবাসের সময় বাঁচবে।

ধৈর্য ধরুন: প্রয়োজনীয় কাগজপত্রের ধরণ ও দূতাবাসের কার্যক্রমের গতি অনুযায়ী পুরো প্রক্রিয়াটি সম্পন্ন হতে এক ঘণ্টা থেকে একদিন লাগতে পরে। এই সময়ে আপনি ভুলে থাকার চেষ্টা করুন যে আপনার পাসপোর্ট হারিয়ে গেছে। এই সময়টা বিশ্রাম নিন, খাবার খান ও নিজেকে চাঙ্গা রাখুন। আপনার ব্যাগ প্রস্তুত করুন ও প্রিয়জনদের সঙ্গে কথা বলুন।

বিদেশে নিজের বৈধতার সনদ হচ্ছে পাসপোর্ট। এই পাসপোর্টের ভিত্তিতেই নির্ধারণ করা হবে আপনি বৈধ, না অবৈধ। তাই পাসপোর্ট যত্ন করে রেখে দেবেন। কোনোভাবেই হাতছাড়া করবেন না। বিদেশে বৈধ পাসপোর্ট অনেকে অবৈধভাবে বেচাকেনা করে। টাকার বিনিময়ে একজনের বৈধ পাসপোর্ট অবৈধ ব্যক্তির কাছে বিক্রি করে দেয়। তাই পাসপোর্ট হারিয়ে গেলে দ্রুত পদক্ষেপ নিন।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে