ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

ম্যাক্সওয়েলর মতে এবারের আইপিএলে শিরোপা জেতবেন যে দল

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ আগস্ট ১৩ ২২:০১:২৮
ম্যাক্সওয়েলর মতে এবারের আইপিএলে শিরোপা জেতবেন যে দল

সম্প্রতি এক সাক্ষাৎকারে ম্যাক্সওয়েল বলেন, 'আমার হঠাৎ করে মনে হচ্ছে পুরো আসরই মনে করছে, কিংস ইলেভেন পাঞ্জাবের ট্রফি জয়ের সময় এসেছে। এটা দিন দিন ঘনিয়ে আসছে।

তারা ছয় বছর ধরে কঠিন পরিশ্রম করে আসছে। এইবার দলটিতে আমি আছি, আরও কয়েকজন দারুণ ক্রিকেটার আছেন। সবমিলিয়ে আমরা সামনে এগিয়ে যেতে পারব বলে মনে করি।'

আরব আমিরাতের কন্ডিশনে এবারের আইপিএল হওয়ায় পাঞ্জাবের দারুণ সম্ভাবনা দেখছেন ম্যাক্সওয়েল। ২০১৪ সালের আইপিএল স্মৃতি হাতছানি দিচ্ছে তাঁকে।

আইপিএলের সেবারের আসরও হয়েছিল আমিরাতে। শুরুর পাঁচটি ম্যাচ জিতে নিয়ে দারুণ সূচনা করেছিল পাঞ্জাব। সেই পাঁচ ম্যাচের তিনটিতেই হাফ সেঞ্চুরি পেয়েছিলেন ম্যাক্সওয়েল। করেছিলেন তিনশ রান।

ম্যাক্সওয়েল আরও বলেন, 'আমি সেই আসরটি খুব দারুণভাবে শুরু করেছিলাম। আমার প্রস্তুতি বেশ ভালো ছিল। তাই দারুণ খেলতে পেরেছিলাম। সেখানকার মাঠ অনেক বড়, তাই সেখানে ফাঁকা জায়গা ছিল।

সেখানকার উইকেটে অনেক টার্ন নেই, বাউন্স নেই। খেলার জন্য উইকেটগুলো দারুণ ছিল। আমার সেখানে খেলতে বেশ ভালো লেগেছে। এমন মাঠ আপনি যেখানেই পাবেন, সেখানেই খেলতে চাইবেন।'

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ