পাকিস্তানের ক্রিকেট ধ্বংস হওয়ার মুল কারন জানালেন মিয়াদাদ

ক্রিকেট ছাড়ার পর রাজনীতিতে যোগ দেন ইমরান। বর্তমানে পাকিস্তানের প্রধানমন্ত্রী তিনি। প্রধানমন্ত্রী হিসেব দেশের ক্রিকেট বোর্ডের (পিসিবি) প্রধান পৃষ্ঠপোষকও। তারপরও পাকিস্তানের ক্রিকেটের ধ্বংস করছেন ইমরান, এমনই মন্তব্য করলেন দেশটির আরেক সাবেক অধিনায়ক ও কোচ জাভেদ মিয়াদাদ।
১৯৯২ সালে প্রথমবারের মত ওয়ানডে বিশ্বকাপ জিতে পাকিস্তান। ঐ দলের অধিনায়ক ছিলেন ইমরান। দলে ছিলেন মিয়াদাদও। দু’জনের দীর্ঘদিন একত্রে খেলার অভিজ্ঞতাও রয়েছে। তাই বন্ধুত্বপূর্ণ সর্ম্পকটাও বেশ। কিন্তু পাকিস্তানের বর্তমান ক্রিকেটের প্রেক্ষাপটে ইমরানের সমালোচনা করলেন মিয়াদাদ।
ইউটিউবে এক ভিডিওতে ৬৩ বছর বয়সী মিয়াঁদাদ বলেন, ‘পিসিবির একজন কর্মকর্তারও ক্রিকেট নিয়ে বিন্দুমাত্র জ্ঞান নেই। এ জন্য ক্রিকেট বোর্ড এখন মহা বিপদে। বোর্র্ডের এই করুণ দশা নিয়ে আমি ব্যক্তিগতভাবে ইমরানের সাথে কথা বলবো। ক্রিকেট বোর্ডের জন্য সঠিক নয়, এমন কাউকে বোর্ডে রাখা যাবে না। বিশেষভাবে যারা দেশের বাইরের, তাদেরকে বোর্ডে রাখার কোন যুুক্তি আমি দেখি না।’
মিয়াদাদ মূলত পিসিবির প্রধান নির্বাহী ওয়াসিম খানের দিকে আঙ্গুল তুলেছেন। পাকিস্তানী বংশোদ্ভূত হলেও ইংল্যান্ডে জন্ম ওয়াসিমের। ইংল্যান্ডে পেশাদার ক্রিকেটও খেলেছেন তিনি। ২০১৮ সালের ডিসেম্বরে ওয়াসিমকে প্রধান নির্বাহীর দায়িত্ব দেয় পিসিবি।
এমন একজন ‘বিদেশি’কে ক্রিকেট বোর্ডের বড় পদে পছন্দ নয় মিয়াদাদের। তিনি বলেন, ‘আপনি বিদেশ থেকে একজনকে নিয়ে এলেন, সে যদি কিছু চুরি করে নিয়ে পালায় তাকে কীভাবে ধরবেন? বোর্ডের দায়িত্ব পালনের জন্য পাকিস্তানে আর মানুষ নেই। তারা মরে গেছে? যে আপনাদের বাইরে থেকে মানুষ আনতে হবে? আমি চাই পাকিস্তানের মানুষজনই বোর্ডের দায়িত্বে থাকুক।’
দেশের ক্রিকেট বোর্ডের দিকে মোটেও নজর দেন না ইমরান দাবী মিয়াদাদের। তিনি বলেন, ‘আমি তোমার (ইমরানের) অধিনায়ক ছিলাম। আমিই সেই মানুষ ছিলাম, যে তোমার জন্য তদবির করেছে। তুমি ভাবো তুমি ছাড়া আর কেউ ক্রিকেট বোঝে না। পিসিবিতে কারা আছে, তাদের নিয়ে আরেকবার ভাবা উচিত।’
কয়েক বছর হয়ে গেল পাকিস্তানের ডিপার্টমেন্টাল ক্রিকেট বন্ধ করে দেয়া হয়েছে। এতে অনেক ক্রিকেটার বেকার হয়ে পড়েছে। এটি ঠিক করেনি পিসিবি বলে জানান মিয়াদাদ, ‘যে ক্রিকেটাররা এখন খেলায় আসছে, তাদের ক্রিকেটে কোন ভবিষ্যৎ নেই। ডিপার্টমেন্ট ক্রিকেট বন্ধ করে দিয়ে তাদের সমস্যায় ফেলে দেয়া হয়েছে।’
পাকিস্তানের হয়ে ২১ বছর ক্রিকেট খেলেছেন ইমরান। সেসময় ১২৪ টেস্টে ৮৮৩২ রান ও ২৩৩ ওয়ানডেতে ৭৩৮১ রান করেন তিনি।
আপনার জন্য বাছাই করা কিছু নিউজ
- অলস টাকা আর নয়! শেয়ারহোল্ডারদের জন্য সুখবর দিল বিএসইসি
- পুঁজিবাজার সংকটে সরকার নিচ্ছে দ্রুত পদক্ষেপ: ৪ মূল সমস্যা চিহ্নিত
- গাজার মতো হামলার হুমকি বাংলাদেশকে! মুখ খুললো ভারতীয় মিডিয়া
- চীনের সহায়তায় পাঁচ জেলায় স্বাস্থ্য বিপ্লব: আন্তর্জাতিক মানের হাসপাতাল তৈরি হচ্ছে
- ১৭৮ রানে গুটিয়ে গেল বাংলাদেশ, এরপর যা ঘটল তা অনেকেই ভাবেননি
- শেয়ারবাজারে বড় পরিবর্তনের আভাস! বৈঠকে বসছে সরকার ও শীর্ষ ১০ প্রতিষ্ঠান
- পুঁজিবাজার সংকটে সরকারের সিদ্ধান্তে অসন্তুষ্ট, ক্ষোভে ফুঁসে উঠছে বিনিয়োগকারীরা
- শেখ হাসিনার ৮ মিনিটের ভিডিও বার্তা: ইতিহাস, শিল্প ও ষড়যন্ত্রের অভিযোগ
- আগামী দিনে বিশ্ব ক্রিকেটে দাপট দেখাবে যে পাঁচ ক্রিকেটার
- চট্টগ্রাম-১১ আসনে বিএনপি ও জামায়াতের প্রার্থীরা: বাবা-ছেলের লড়াই!
- রিয়াল মাদ্রিদ বনাম আর্সেনাল কোয়ার্টার ফাইনাল স্কোর আপডেট
- Real Madrid vs. Arsenal: একাদশ, পরিসংখ্যান ও ম্যাচ প্রেডিকশন
- শেয়ারহোল্ডারদের জন্য নগদ ও স্টক লভ্যাংশ ঘোষণা
- এক ছক্কার ভুলেই বিশ্বকাপ হাতছাড়া, বাংলাদেশ লিখল ইতিহাস
- ৫৪ বছরেই শেষ! আত্মহত্যা করলেন জনপ্রিয় হলিউড অভিনেতা নিকি ক্যাট