ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

শ্রীলংকা সিরিজে টাইগার একাদশ নিয়ে মুখ খুললেন হাবিবুল বাশার

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ আগস্ট ১৩ ১১:৩৮:০০
শ্রীলংকা সিরিজে টাইগার একাদশ নিয়ে মুখ খুললেন হাবিবুল বাশার

শ্রীলংকা সিরিজের জন্য অনেক আগেই প্রাথমিক দল তৈরি করে রেখেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে এখনো দল চূড়ান্ত করেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড। দীর্ঘদিন ধরে ক্রিকেট ম্যাচ না থাকার কারণে তাই দল নির্বাচন করতে কিছুটা হিমশিম খেতে হচ্ছে নির্বাচকদের।

তাই পুরনো পারফরমেন্সকে বিবেচনা করে দল নির্বাচন করবে ক্রিকেট বোর্ড। দেশের একটি সংবাদ মাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন আবুল বাশার সুমন বলেন, ‘আমি তো কোনোভাবেই নতুন খেলোয়াড় দলে নেওয়ার সুযোগ দেখি না। গত পাঁচ মাস খেলা নেই।

কি দেখে আমরা নতুন খেলোয়াড় নিবো? আমাদের পুলের খেলোয়াড় আছে, গত সিরিজের পারফরম্যান্সও আমরা বিবেচনা করবো। এরপর দল নির্বাচন করবো। ক্যাম্প শুরুর ঘোষণা আসলে আমরা দ্রুত সময়ে দল ঘোষণা করবো।’

শ্রীলঙ্কায় একসাথে দুটি দল সফল করবে বলে জানিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পাশাপাশি সেখানে যাবে বাংলাদেশ এইচপি ক্রিকেট দল। মোট ৩৫ জন ক্রিকেটারকে নিয়ে শ্রীলঙ্কা সফরে যেতে পারে বাংলাদেশ দল। তাই শ্রীলঙ্কা সিরিজ নিশ্চিত হওয়ার পরেই দল নির্বাচন করবে বিসিবি।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ