ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

দল থেকে বাদ পড়লেন ডাবল সেঞ্চুরি করা ইংলিশ তারকা

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ আগস্ট ১২ ২২:১১:৩৫
দল থেকে বাদ পড়লেন ডাবল সেঞ্চুরি করা ইংলিশ তারকা

ইংল্যান্ডে অনুষ্ঠিত বব উইলিস ট্রফি করোনার কারণে বায়ো সিকিউরিটি স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে। আন্তর্জাতিক খেলায় দর্শক না থাকলেও এই টুর্নামেন্টে সীমিত দর্শক প্রবেশের সুবিধা রয়েছে। তবে দর্শকদের আশেপাশে ভীড়তে নিষেধ রয়েছে ক্রিকেটারদের জন্য।

কিন্তু সেই ভুলটাই করলেন ১৯ বছর বয়সী কেন্টের ক্রিকেটার জর্ডান কক্স। দলের হয়ে সবশেষ ম্যাচে সাসেক্সের বিপক্ষে জ্যাক ল্যানিংয়ের সঙ্গে অবিচ্ছেদ্য ৪২৩ রানের কুটি গড়েছিলেন কক্স। যেখানে ব্যক্তিগত ২৩৭ রানে ইনিংস খেলেন তিনি। কেন্ট যখন তাদের প্রথম ইনিংস ঘোষণা করে তখন স্কোরবোর্ডে দলটির সংগ্রহ ছিল ৫৩০/১।

এমন ইনিংস খেলার পর ম্যাচ শেষে উল্লসিত সমর্থকরা ডানহাতি ওপেনারকে নিয়ে ছবি তুলতে চান। আবেগে তরুণ সমর্থকদের আবদার ফেলতে পারেননি তরুণ কক্স। তাদের সাথে ছবি তোলার পর বিষয়টি দলের দৃষ্টিগোচর হয়।

এরপরই এই ব্যাটসম্যানকে আইসোলেশনে পাঠানো হয়েছে। ফলে মিডলসেক্সের বিপক্ষে পরবর্তী ম্যাচে তার আর খেলা হচ্ছে না। দলের সঙ্গে পুনরায় যোগ দেয়ার আগে তাকে কোভিড-১৯ নেগেটিভ প্রমাণিত হতে হবে। এ ব্যাপারে দুঃখ প্রকাশ করে এক ভিডিওবার্তায় কক্স বলেছেন, ‘আমি এর পরিণতি পুরোপুরি বুঝতে পেরেছি। সবার কাছে ভুলের জন্য ক্ষমা চাচ্ছি। আমার কাজের দ্বারা দলকে হতাশ করেছি। আমি খুব দুঃখিত যে এটি হয়েছে।

এছাড়া কেন্টের পক্ষ থেকেও এ ব্যাপারে দুঃখ প্রকাশ করা হয়েছে। তারা জানিয়েছে, কক্সের আইসোলেশনে যাওয়া ছাড়া বিকল্প নেই।

এ প্রসঙ্গে কেন্ট ক্রিকেট ক্লাব পরিচালক পল ডাউনটন বলেন, ‘কক্সের জন্য দুর্ভাগ্য যে অসাধারণ পারফরম্যান্সের পরে সে আমাদের দলের মেডিকেল প্রটোকল লঙ্ঘন করেছে। আমরা এই বিধিনিষেধ গুলো বেশ গুরুত্বের সঙ্গে নিই। ফলে জর্ডানের আইসোলেশনে যাওয়ার বিকল্প নেই।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ