ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

আসর শুরু না হতেই আইপিএলে করোনার হানা

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ আগস্ট ১২ ২১:১৫:২৭
আসর শুরু না হতেই আইপিএলে করোনার হানা

কিন্তু তার আগে আইপিএলের ফ্র্যাঞ্চাইজিতে হানা দিয়েছে ক’রোনা ভাইরাস। বুধবার রাজস্থান রয়্যালসের ফিল্ডিং কোচ দিশান্ত ইয়ানিগের ক’রোনা আক্রান্ত হয়েছেন।

বিবৃতিতে রাজস্থানের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘রাজস্থান রয়্যালস দুঃখের সঙ্গে জানাচ্ছে যে, আমাদের ফিল্ডিং কোচ দিশান্ত ইয়ানিগ কোভিড-১৯ টেস্টে পজিটিভ হয়েছেন।’

নিজেও টুইটারে ক’রোনা আক্রান্তের বিষয়টি লিখেছেন দিশান্ত। তাকে বাধ্যতামূলক ১৪ দিন কোয়ারেন্টাইন ও প্রয়োজনে হাসপাতালে যেতে বলা হয়েছে।

আসছে সপ্তাহে করোনা টেস্টের জন্য আইপিএল ক্রিকেটারদের মুম্বাইয়ে হাজির হতে বলা হয়েছে। খেলোয়াড় থেকে শুরু করে স্টাফদের পর্যন্ত ক’রোনা পরীক্ষার পর আরব আমিরাতের পথে উড়াল দেবে দলগুলো।

ক’রোনার কারণে আইপিএলের ১৩তম আসর এবার ভারতে হচ্ছে না। ১৯ সেপ্টেম্বর থেকে আরব আমিরাতে শুরু হবে টুর্নামেন্ট, শেষ হবে ১০ নভেম্বর।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ