ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

লঙ্কান সিরিজ নিয়ে সাকিবের ব্যাপারে নতুন সিদ্ধান্তে জানালেন বিসিবি

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ আগস্ট ১২ ২০:৪৩:০৬
লঙ্কান সিরিজ নিয়ে সাকিবের ব্যাপারে নতুন সিদ্ধান্তে জানালেন বিসিবি

তিন টেস্টের সিরিজ খেলতে ২৩ সেপ্টেম্বর শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ দল। করোনা পরিস্থিতির কারণে খেলা শুরু হবে একমাস পর। প্রথম টেস্ট মাঠে গড়াবে ২৪ অক্টোবর। আর সাকিবের নিষেধাজ্ঞা উঠে যেতে পারে ২৯ অক্টোবর। যেহেতু তার দুই বছরের শাস্তির একবছর স্থগিত নিষেধাজ্ঞা।

তাতে বিসিবি চাইলে দ্বিতীয় টেস্টেই আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্যাবর্তন ঘটতে পারে সাকিবের। এ ব্যাপারে সিদ্ধান্ত চূড়ান্ত করতে সাকিব, কোচ ও বোর্ড সভাপতির সঙ্গে আরও আলোচনার প্রয়োজন আছে বলে মনে করেন আকরাম।

বুধবার বিসিবি কার্যালয়ে অনানুষ্ঠানিক সভা শেষে আকরাম বললেন, ‘সাকিবের ব্যাপারটা নিয়ে আমরা কথাবার্তা বলেছি। আরও আলোচনার বিষয় আছে। মানে কি কি নিয়ম আছে, আইসিসি থেকে সেটা আমরা জেনে তারপরেই এগোবো। এখনও কিন্তু ব্যাপারটি নিয়ে আলাপ-আলোচনা বাকি আছে।’

‘সাকিবের নিষেধাজ্ঞা শেষ হবে ২৯ অক্টোবর। আমরা যতটুকু জানি সে টিমের সাথে অনুশীলন করতে পারবে না। সুতরাং এটা আমাদের আলোচনা করতে হবে কোচের সাথে, সাকিবের সাথে। বোর্ড সভাপতির সাথেও আলাপ করতে হবে। এজেন্ডায় ছিল, আলাপ হয়েছে আজ, কিন্তু চূড়ান্ত কোনো জায়গায় পৌঁছাইনি।’

‘প্র্যাকটিসের ব্যাপার আছে, ফিটনেসের ব্যাপারগুলো মিলিয়ে আমাদের চিন্তা করতে হবে। অবশ্যই সে আমাদের অনেক গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়। সে দলে থাকলে বাংলাদেশের শক্তি অনেক বেড়ে যায়। সুতরাং এটাতো আমাদের মাথায়

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ