ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডের স্কোয়াড ঘোষণা

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ আগস্ট ১২ ১৯:৫৬:১৪
পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টে ইংল্যান্ডের স্কোয়াড ঘোষণা

এই স্কোয়াডে তেমন পরিবর্তন রাখা হয়নি। তবে ইনজুরির কারণে আগেই ছিটকে গেছেন, দলটির অন্যতম গুরুত্বপূর্ণ ক্রিকেটার বেন স্টোকস। প্রথম টেস্ট খেললেও বাকি দুই টেস্ট খেলা হচ্ছে না তার। যার কারণে তার পরিবর্তে দলে সুযোগ পেয়েছেন ওলি রবিনসন।

প্রসঙ্গত যে, তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে সফরকারী পাকিস্তানকে ৩ উইকেটে হারিয়েছে স্বাগতিক ইংল্যান্ড। সিরিজের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে কাল। এছাড়া তৃতীয় ম্যাচ মাঠে গড়াবে ২১ আগস্ট। এরপর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও খেলবে দুই দল।

দ্বিতীয় টেস্টের জন্যে ইংল্যান্ডের টেস্ট স্কোয়াডঃ জো রুট (অধিনায়ক), জিমি অ্যান্ডারসন, জফরা আর্চার, ডমিনিক বেস, স্টুয়ার্ট ব্রড, ররি বার্নস, জস বাটলার, জ্যাক ক্রাউলে, স্যাম কারেন, ওলি পোপ, ওলি রবিনসন, ডম সিবলি, ক্রিস ওকস ও মার্ক উড।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ