ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

শ্রীলংকা সফর ২৩ সেপ্টেম্বর, প্রথম টেস্টের তারিখ ঘোষণা

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ আগস্ট ১২ ১৬:১৯:০৪
শ্রীলংকা সফর ২৩ সেপ্টেম্বর, প্রথম টেস্টের তারিখ ঘোষণা

বুধবার সংবাদমাধ্যমে সফরের সময়সূচি নিশ্চিত করেছেন বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান আকরাম খান।

এই সফরে প্রথমে শুধু তিন ম্যাচের টেস্ট সিরিজ হওয়ার কথা থাকলেও করোনার কারণে হওয়া ক্ষতি পুষিয়ে নিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও খেলতে চাইছে শ্রীলংকা। এ ব্যাপারে সোমবার বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী জানিয়েছিলেন, ‘শ্রীলংকা ক্রিকেট বোর্ডের (এসএলসি) সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগ হচ্ছে। আমাদের প্রাথমিক আলোচনা ছিল তিন টেস্টের একটা সিরিজ হবে।’

তিনি আরো জানিয়েছিলেন, ‘সফরে আরো তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার প্রস্তাব এসেছে। এটা আমরা অভ্যন্তরীণ আলোচনা শেষে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়ে তারপর জানাবো।’

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ