ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

ফাইনালে উঠার লড়াইয়ে মাঠে নামবে ম্যানইউর প্রতিপক্ষ সেভিয়া

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ আগস্ট ১২ ১৩:৫৬:০৩
ফাইনালে উঠার লড়াইয়ে মাঠে নামবে ম্যানইউর প্রতিপক্ষ সেভিয়া

মঙ্গলবার ম্যাচের ১২ মিনিটের মাথায় পেনাল্টি পায় উলভস। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটির পক্ষে স্পটকিক নেন রাউল জিমিনেজ। যদিও তা ফিরিয়ে দেন সেভিয়ার মরোক্কান গোলরকক্ষক ইয়াসিন বৌনৌ।

প্রথমার্ধে কোনও পক্ষ গোল করতে পারেনি। ম্যাচের ৮৮ মিনিটে লুকাস ওকামপোসের একমাত্র গোলটিই ব্যবধান করে দেয়। এতে ১-০ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে পাঁচবারের চ্যাম্পিয়ন সেভিয়া। ১৬ আগস্ট সেমিফাইনালে সেভিয়ার প্রতিপক্ষ ম্যান ইউ। এদিকে দিনের অপর ম্যাচে এফসি বাসেলের বিরুদ্ধে ৪-১ গোলের বড় জয় তুলে সেমিতে জায়গা করে নিয়েছে শাখতার দোনেৎস্ক। ১৭ আগস্ট ফাইনালে ওঠার লড়াইয়ে সিরি আ’র দল ইন্টার মিলানের বিরুদ্ধে মাঠে নামবে ইউক্রেনের দল শাখতার।আগামী ২১ আগস্ট ফাইনালে মুখোমুখি হবে শেষচারের সেরা দুই দল। সবকটি ম্যাচ বসবে জার্মানির ভিন্ন ভেন্যুতে।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ