ঢাকা, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১

প্রবাসীদের জন্য আরও একটি বিমানের ফ্লাইট চালু করতে যাচ্ছে বাংলাদেশ

জাতীয় ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ আগস্ট ১২ ১২:৪১:০৫
প্রবাসীদের জন্য আরও একটি বিমানের ফ্লাইট চালু করতে যাচ্ছে বাংলাদেশ

ঢাকা থেকে সরাসরি আবুধাবি রুটে ৫ সেপ্টেম্বর থেকে ফ্লাইট চালুর অনুমতি চেয়ে বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) কাছে একটি চিঠি দিয়েছে ইতিহাদ।

এর আগে ২০১৮ সালে ১ অক্টোবর ইতিহাদ ঢাকা থেকে তাদের ফ্লাইট বন্ধ করে দেয়।

দায়িত্বশীল সূত্র জানায়, সম্প্রতি ইতিহাদ বেবিচকের কাছে ফ্লাইট চালুর অনুমতি চেয়ে আবদেন করেছে। তাদের অনুমতির বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি।

সূত্র জানায়, বাংলাদেশে ২০০৬ সালে ফ্লাইট পরিচালনা শুরু করেছিল ইতিহাদ। তবে ২০১৮ সালে বেবিচক বিদেশি এয়ারলাইন্সগুলোকে কার্যক্রম পরিচালনা করতে বাংলাদেশি জিএসএ (জেনারেল সেলস এজেন্ট) নিয়োগের বিধান চালু করে। জিএসএ প্রতিষ্ঠানের মালিকানারও বাংলাদেশি নাগরিকের হতে হবে। সে সময়ে বেবিচকের এ সিদ্ধান্তে আপত্তি জানিয়ে বাংলাদেশে থেকে কার্যক্রম গুটিয়ে নেয় ইতিহাদ।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে