ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

১১ বছরের পুরাতন ব্যাটসম্যানকে একাদশে চান ওয়াসিম

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ আগস্ট ১২ ১১:১২:৩১
১১ বছরের পুরাতন ব্যাটসম্যানকে একাদশে চান ওয়াসিম

২০০৯ সালে চার মাসের ব্যবধানে ৩ টেস্ট খেলে দল থেকে ছিটকে পড়েন এই বাহাতি ব্যাটসম্যান। আর সেই যে বাদ পড়লেন, আর ফেরা সুযোগ হয়নি পাকিস্তান দলে।

১১ বছর পর সেই ফাওয়াদ আলম ইংল্যান্ড সফরের পাকিস্তান দলে জায়গা পেয়েছেন। আর সেটা হয়েছে ঘরোয়া লিগে চোখ ধাঁধানো পারফর্ম করেই। প্রথম শ্রেণির ক্রিকেটে ৫৬.৭৮ গড়ের এই ব্যাটসম্যানকে দলে ভেড়ালেও অবশ্য সিরিজের প্রথম টেস্টে একাদশে নেয়নি পাকিস্তান। ওল্ড ট্রাফোর্ডে যে টেস্টটি হেরেছে সফরকারিরা।

ওল্ড ট্রাফোর্ডে স্পিনাররা উইকেট থেকে সাহায্য পেতে পারেন, সেই ভাবনা থেকেই দুই স্পিনার ইয়াসির শাহ আর শাদাব খানকে একাদশে নিয়েছিল পাকিস্তান। তবে বৃহস্পতিবার থেকে অ্যাগাস বোলে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টে একজন স্পিনার কমিয়ে ফেলার সম্ভাবনা রয়েছে সফরকারিদের। সেক্ষেত্রে একাদশে একটা জায়গা খালি হবে।

সেই জায়গায় বাড়তি একজন ব্যাটসম্যান খেলানোর পরিকল্পনা পাকিস্তান টিম ম্যানেজম্যান্টের। দলটির কিংবদন্তি পেসার এবং সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম মনে করেন, সেই খালি জায়গাটায় যোগ্য ব্যক্তি হতে পারেন ফাওয়াদ আলম।

৩৪ বছর বয়সী এই বাহাতি ব্যাটসম্যানকে নিয়ে এক টিভি শো’তে ওয়াসিম বলেন, ‘আগামী ম্যাচে, টার্নিং উইকেট হবে না। একজন স্পিনার নিয়ে নামতে হবে এবং একজন বাড়তি ব্যাটসম্যান খেলানো যাবে। দলে একজন মিডল অর্ডার ব্যাটসম্যানের প্রয়োজন এবং ফাওয়াদ এমনই একজন। সে বাঁহাতি, এতে দলে ডানহাতি-বাঁহাতি একটা কম্বিনেশনও হবে।’

ওয়াসিম আকরাম বলেন, তিনি অধিনায়ক থাকলে ফাওয়াদকে অবশ্যই দলে ভেড়াতেন। পাকিস্তানের সাবেক অধিনায়কের ভাষায়, ‘প্রথম শ্রেণির ক্রিকেটে তার গড় ৫৬, অভিষেকে সেঞ্চুরি আছে। তাই তাকে সুযোগ দেয়া উচিত। যদি আমি অধিনায়ক থাকতাম, মিডল অর্ডারে তাকে খেলাতাম।’

উল্লেখ্য, তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্টে হেরে ১-০ তে পিছে আছে সফরকারী পাকিস্তান দল।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ