ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

‘কলকাতা আর বাংলাদেশ তো একই’ : সৌরভ গাঙ্গুলী

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ আগস্ট ১১ ২০:১৮:৩৯
‘কলকাতা আর বাংলাদেশ তো একই’ : সৌরভ গাঙ্গুলী

সেই গল্প শুনিয়ে সম্প্রতি লাইভ আড্ডায় রফিক জানান, দুই বছর আগে রংপুর রাইডার্সের একটা দল নিয়ে ভারতে গিয়েছিলাম। সৌরভের জন্য রংপুর রাইডার্সের জার্সি নিয়ে গিয়েছিলাম। তখন সৌরভ বলল, তুই এত কিছু করতেছিস, তুইতো আমার দেশেই থাকতে পারিস। যেহেতু এত আসা-যাওয়া করিস। আমি বললাম, আসি তো ভাই, একই তো দেশ। কলকাতা আর বাংলাদেশ তো একই।

দেশের হয়ে ৩৩টি টেস্ট আর ১২৫টি ওয়ানডে ম্যাচে অংশ নিয়ে ২২৫ উইকেট শিকার করা রফিক আরও জানান, সৌরভের একাডেমিতে আমি প্রায়ই যাই। ওখানে টুর্নামেন্ট ছাড়ি, বাংলাদেশ থেকেও তিন-চারটা দল পাঠাই। ওদের দুই-তিনটা দল থাকে। দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সৃষ্টি হয়। জার্সিতে দুই দেশের পতাকা থাকে। খুবই সুন্দর টুর্নামেন্ট হয়।

রফিক বলেছেন, ভারতের একাডেমিগুলো এত গোছানো, চিন্তাই করতে পারবেন না। ওদের পরিকল্পনা থাকে প্রথম থেকে একজন ক্রিকেটারকে টেস্টের জন্য গড়ে তোলার। প্রথম থেকেই বাচ্চাদের মধ্যে টেস্ট ক্রিকেটার হওয়ার মানসিকতা তৈরি করা হয়। তাদের গায়ে সাদা পোশাক থাকে। টেস্টের ব্যাটিং-বোলিং শিক্ষা দেয়া হয়। ওরা সুনির্দিষ্ট সূচি ও পরিকল্পনা মেনে কাজ করে।

৫০ বছর ছুঁই ছুঁই জাতীয় দলের সাবেক এই তারকা ক্রিকেটার আরও বলেছেন, সৌরভ এখন আইপিএল নিয়ে একটু ব্যস্ত। ওর ভাইয়ের সঙ্গে আমার কথা হয়, গত সপ্তাহেও কথা হয়েছে। সৌরভের সঙ্গে যোগাযোগ এখন খুব কম হয়। সবাই সবার মতো ব্যস্ত। এজন্য ওরকম ফোন দেই না।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ