ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

বিশেষ এক কারণে অনুশীলনে যোগ দিতে পারেননি সৌম্য সরকার

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ আগস্ট ১০ ১৬:২২:৫৯
বিশেষ এক কারণে অনুশীলনে যোগ দিতে পারেননি সৌম্য সরকার

এদিন অবশ্য অদ্ভুত এক কারণে অনুশীলনে আসতে পারেননি সৌম্য সরকার। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে দুপুর ১২ টা নাগাদ জানিয়ে দেয়া হয়, রবিবার অনুশীলন করবেন না সৌম্য। তিনি সোমবার যোগ দেবেন।

জানা যায়, সাতক্ষীরা থেকে ঢাকা পৌঁছাতে পারেননি সৌম্য। করোনার ভেতরে ভিড় এবং ফেরির জ্যাম এড়াতে একদিন দেরি করে বাড়ি থেকে যাত্রা করেন তিনি। কিন্তু বেলা ১২টার সময়ও ফেরিতে আটকা ছিলেন বাঁহাতি এই ওপেনার।

এর আগে দ্বিতীয় দিন অনুশীলনে সকাল ৯টা থেকে ১০টা ৫০ মিনিট পর্যন্ত রানিং ও ব্যাটিং সেশনে করেন মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদ। এরপরই ব্যাটিং শুরু করেন এনামুল হক বিজয়। ৫০ মিনিটের ব্যাটিং শেষে একাডেমির মাঠে রানিং করেন তিনি।

বিজয়ের সঙ্গে লেগ স্পিনার আমিনুল ইসলাম বিপ্লবও। তরুণ পেসার মেহেদি হাসান রানা এবং আল-আমিন হোসেন সূচি অনুযায়ী রানিং সেশন করেছেন। বেলা দুইটায় মিরপুরে আসেন সাব্বির রহমান।।

ইনডোরে ৫০ মিনিটের ব্যাটিং শেষে বিকেল ৩টা থেকে ৩টা ৫০ মিনিট পর্যন্ত রানিং ও জিম করেন এই ব্যাটসম্যান। এদিকে সৌম্য না আসায় তাঁর সূচিতে দুপুর ১টা থেকে ২টা ৫০ মিনিট ব্যাটিং ও রানিং অনুশীলন করেছেন আফিফ হোসেন ধ্রুব।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ