ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

করোনা ভাইরাসে আক্রান্ত মোশাররফ রুবেল

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ আগস্ট ০৯ ১৮:০৭:৫২
করোনা ভাইরাসে আক্রান্ত মোশাররফ রুবেল

বাংলাদেশের হয়ে ৪টি ওয়ানডে খেলা এই ক্রিকেটার বর্তমানে বাসাতে আইসোলেশনে থাকলেও, তার বাবার অবস্থা ভালো না হওয়ায় তাকে রাখা হয়েছে একটি হাসপাতালের আইসিইউতে। তবে রুবেলের স্ত্রী এবং সন্তানের এখন পর্যন্ত করোনা শণাক্ত হয়নি।

রবিবার (৯ আগস্ট) রুবেল নিজে ক্রিকফ্রেঞ্জিকে বিষয়টি নিশ্চিত করেছেন।

রুবেল বলেন, 'আমার বাবা কোভিড পজিটিভ, এখন হাসপাতালে ভর্তি, আইসিইউতে আছেন। এরপর পুরো পরিবারের করোনা টেস্ট করিয়েছি। আমার পজিটিভ এসেছে, বাচ্চা এবং স্ত্রীর রিপোর্ট এখনও নেগেটিভ। তারা আলাদা আছেন, আমি আইসোলেশনে আছি।'

বাংলাদেশের ক্রিকেটে করোনার হানা এই প্রথম নয়। এর আগে জাতীয় দলের সাবেক অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা, নাফিস ইকবাল, নাজমুল ইসলাম অপু করোনায় আক্রান্ত হয়েছিলেন। সকলেই বর্তমানে সুস্থ রয়েছেন।

আর শনিবার (৮ আগস্ট) করোনায় আক্রান্ত হবার খবর পাওয়া গেছে মাশরাফি বিন মুর্তজার বাবা-মায়ের।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ