ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

এখনও পর্যন্ত শীর্ষে বাংলাদেশের ক্রিকেট ম্যাচ

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ আগস্ট ০৮ ১৯:৩৪:৪৩
এখনও পর্যন্ত শীর্ষে বাংলাদেশের ক্রিকেট ম্যাচ

লকডাউনের কয়েকমাস ফেসবুকে বিভিন্ন খেলার ভিডিও দেখায় সবার উপরে অবস্থান করছে ক্রিকেট। এছাড়া সবচেয়ে বেশি ভিউ হওয়া ম্যাচের শীর্ষে রয়েছে বাংলাদেশের খেলা।

সম্প্রতি এমনই একটি পরিসংখ্যান প্রকাশ করেছে ফেসবুকের মালিকানাধীন বিশ্লেষণকারী প্রতিষ্ঠান ক্রাউডট্যাঙ্গেল।

পরিসংখ্যানে দেখা গেছে, স্পোর্টস ক্যাটাগরিতে ভিডিও দেখার দিক থেকে চলতি বছর শীর্ষস্থান দখল করেছে ক্রিকেট। বিষয়টি নিজেদের ওয়েবসাইটেও বিবৃতির মাধ্যমে জানিয়েছে আইসিসি। তারা জানিয়েছে, চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত আইসিসির ফেসবুক চ্যানেলে ভিউ হয়েছে প্রায় দুইশো কোটি!

ভিডিওগুলোর মাঝে ভিউতে সবচেয়ে বেশি সাফল্য পেয়েছে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ এবং নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচগুলো। আইসিসির পেজ থেকে পোস্ট করা ভিডিওর মাঝে অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের ম্যাচগুলো ভিউ হয়েছে ৭৪৭ মিলিয়ন। অন্যদিকে নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপের ভিউ ১.১ বিলিয়ন।

ক্রাউডট্যাঙ্গেলের প্রকাশিত তথ্য থেকে জানা গেছে, একদিনের এনগেজে রেকর্ড গড়েছে অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশ-ভারতের মধ্যকার মহাকাব্যিক ফাইনাল। চলতি বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত সেই ম্যাচটিতে মোট ৪.৪ মিলিয়ন ইন্টারঅ্যাকশন হয়, যা একদিনের হিসাবে সর্বোচ্চ।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ