ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

নিষেধাজ্ঞা বাকি আরো ২ মাস, ঘরের সাকিব ঘরেই ফিরছেন

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ আগস্ট ০৮ ১১:২৬:১৭
নিষেধাজ্ঞা বাকি আরো ২ মাস, ঘরের সাকিব ঘরেই ফিরছেন

নিষেধাজ্ঞা শেষ হতে বাকি আরো ২ মাসের বেশি। তবে অনুশীলনে ফিরতে চান সাকিব। অনেকদিন তো হলো। নিষেধাজ্ঞার শেষদিকে এসে আবারো মনোযোগী হতে চান ক্রিকেটে।

এর আগে গেল বিশ্বকাপের আগে নিবিড় অনুশীলন করতে ভারতের হায়দ্রাবাদকে বেছে নিয়েছিলেন সর্বকালের সেরা বাংলাদেশি ক্রিকেটার। তার ফলাফলটাও পেয়েছিলেন হাতে নাতে। টুর্নামেন্টের তৃতীয় সর্বোচ্চ ৬০৬ রান আর ১১ উইকেট নিয়ে গড়েছেন নানা রেকর্ডও। আরো একবার নিবিড় অনুশীলনে ফিরতে চান তিনি।

আর এসবের জন্য প্রতিবারই তিনি বেছে নেন প্রিয় গুরু মোহাম্মদ সালাউদ্দিনকে। সঙ্গে তার আরেক প্রিয় কোচ নাজমুল আবেদিন ফাহিম তো আছেনই। এবারও দু'জনের তত্ত্বাবধানে আসছেন সাকিব।

সাকিবের আসার বিষয়টি নিশ্চিত করে নাজমুল আবেদিন ফাহিম বলেন, আশা করছি এই মাসের শেষের দিকে সাকিব দেশে ফিরবে। সেপ্টেম্বরের ১ম সপ্তাহেই সে প্র্যাকটিস শুরু করবে। ক্রিকেট নিয়ে তো ওর নলেজ বেশ ভালো, অভিজ্ঞতা বা সবকিছু। আমরা ওর ফিটনেসের দিকে বেশি মনোযোগ দিবো। কারণ প্রায় ৮-১০ মাস সে ক্রিকেটের বাইরে, তার ফিটনেসটা নিয়ে এখন কাজ করতে হবে। এখানে বিকেএসপিতে বেশকিছু ট্রেনার, ফিজিও আছে তারাও সাকিবকে দেখবে।

তিনি আরো বলেন, সাকিব এখনো প্রায় ২-৩ মাস সময় পাবে। সুতরাং এই সময়ে তার ফিটনেসের বিষয়টা ঠিক করে ফেলা যাবে। সবমিলিয়ে বিকেএসপিতে ৭ সপ্তাহের মতো কাজ করবে সে। আমরা চেষ্টা করবো এরমধ্যে ওর জন্য ম্যাচ প্র্যাকটিসেরও আয়োজন করতে। কারণ দীর্ঘদিন ধরেই তো সে খেলাটার বাইরে।

বর্তমানে স্ত্রী-সন্তানসহ যুক্তরাষ্ট্রের ম্যাডিসনে অবস্থান করছেন সাকিব। সবকিছু ঠিক থাকলে অক্টোবর-নভেম্বরে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজেই হয়তো বাংলাদেশের জার্সিতে দেখা মিলবে তারকা অলরাউন্ডার সাকিব আল হাসানের।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ