ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

সাকিব ভক্তদের বিশাল সুখবর দিলেন ফাহিম

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ আগস্ট ০৮ ১১:০০:৪৮
সাকিব ভক্তদের বিশাল সুখবর দিলেন ফাহিম

বর্তমানে স্ব-পরিবারে যুক্তরাষ্ট্রের ম্যাডিসন শহরে আছেন সাকিব। তার দেশে ফেরার কথা চলতি মাসের শেষে।

আধুনিক ক্রিকেটের সব ধরণের সুযোগ সুবিধা আছে বিকেএসপিতে। সাকিব নিজেও এই ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানটির সাবেক ছাত্র। তাই তো তাকে সব ধরনের সুযোগ সুবিধা দেয়া হবে বলেই জানান ফাহিম।

জুয়াড়ির কাছ থেকে প্রস্তাব পাওয়ার তথ্য গোপন করায় সাকিব আল হাসানকে ক্রিকেট থেকে দুই বছরের জন্য নিষিদ্ধ করেছে আইসিসি৷ তবে দোষ স্বীকার করায় এক বছর পর, অর্থাৎ ২০২০ সালের ২৯ অক্টোবরে ক্রিকেটে ফিরতে পারবেন সাকিব আল হাসান।

বাংলাদেশের ক্রিকেটের সবচেয়ে বড় তারকা সাকিব আল হাসানের বিরুদ্ধে শাস্তির বিষয়টি আইসিসি তাদের ওয়েবসাইটে প্রকাশ করে। এক টুইটে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা বলেছে, জুয়াড়ির কাছ থেকে প্রস্তাব পাওয়ার বিষয়টি গোপন করে অন্যায় করেন সাকিব, এ কারণে তার দু’ বছরের জন্য সব ধরনের ক্রিকেটে নিষিদ্ধ থাকার কথা৷ অবশ্য দোষ স্বীকার করে নেয়ায় এক বছরের শাস্তি স্থগিত রাখা হয়।

আগামী ২৯ অক্টোবর আইসিসির দেয়া ১ বছরের নিষেধাজ্ঞা শেষ হবে সাকিবের। এরপরই ফেরার অনুমতি পাবেন ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেটে। সে লক্ষ্যে বিকেএসপিতে নিজেকে প্রস্তুত করবেন, সাবেক এই বিশ্বসেরা অলরাউন্ডার।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ