ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

বিশ্বকাপ ভারতে, আইসিসির চূড়ান্ত সিদ্ধান্ত আজ

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ আগস্ট ০৭ ২০:৫১:৪৩
বিশ্বকাপ ভারতে, আইসিসির চূড়ান্ত সিদ্ধান্ত আজ

করোনাভাইরাসের সংক্রমণের কারণে পিছিয়ে গিয়েছে চলতি বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপ। ভারত চায় ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজন করতে। কারণ ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের আয়োজক তারা।

২০২২ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ আয়োজনের পরের বছর আরেকটি বিশ্বকাপ আয়োজনে অনীহা প্রকাশ করেছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)।

এদিকে চলতি বছর বিশ্বকাপ না হওয়ায় যে ক্ষতি হয়েছে অস্ট্রেলিয়ার। সেটা পুষিয়ে নিতে আগামী বছর এই বিশ্বকাপ আয়োজন করতে চায় ক্রিকেট অস্ট্রেলিয়া।

বিশ্বকাপ নিয়ে সিদ্ধান্তের এই সভায় ভারতের হয়ে যোগ দেয়ার হয়েছে সৌরভ গাঙ্গুলি এবং জয় শাহর। আর ক্রিকেট অস্ট্রেলিয়ার হয়ে যোগ দেয়ার কথা রয়েছে আর্ল এডিংস ও নিক হকলির।

আইসিসির এই সভায় ২০২১ নারী বিশ্বকাপ নিয়েও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া হবে। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী ৬ ফেব্রুয়ারি থেকে ৭ মার্চ পর্যন্ত নিউজিল্যান্ডে বসার কথা রয়েছে নারীদের এই বিশ্ব আসরের।

দেশটি এরই মধ্যে নিজেদের করোনামুক্ত ঘোষণা করলেও অনিশ্চয়তার মধ্যে রয়েছে নারীদের বিশ্বকাপটি। কারণ এই বিশ্বকাপে অংশ নিতে যাওয়া সব দেশ এখনও করোনামুক্ত হয়নি।

এ প্রসঙ্গে আইসিসির এক কর্মকর্তা বলেছেন, 'আইসিসির এই বৈঠকে আলোচনা হবে ভবিষ্যতের প্রতিযোগিতাগুলো নিয়ে। যার মধ্যে রয়েছে আগামী বছর নিউজ়িল্যান্ডে নারী ওয়ান ডে বিশ্বকাপও। আশা করা যায়, বৈঠকে কিছু স্থায়ী সমাধান হবে এ ব্যাপারে।'

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ