ঢাকা, শুক্রবার, ১৪ মার্চ ২০২৫, ৩০ ফাল্গুন ১৪৩১

মালয়েশিয়ায় আটকে পড়া প্রবাসীদের জন্য দারুন সুখবর, জরিমানা দিয়েই পারবেন দেশে ফিরতে

প্রবাসী ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ আগস্ট ০৭ ১৮:৩০:৩২
মালয়েশিয়ায় আটকে পড়া প্রবাসীদের জন্য দারুন সুখবর, জরিমানা দিয়েই পারবেন দেশে ফিরতে

দেশটিতে অবৈধভাবে বসবাস করছেন এমন অভিবাসীদের নিজ নিজ দেশে ফিরে যেতে ৬ আগস্ট (বৃহস্পতিবার) নতুন করে একটি প্যাকেজ ঘোষণা করেছে দেশটির ইমিগ্রেশন বিভাগ।

বুধবার বিকেলে কুয়ালালামপুরে এক সংবাদ সম্মেলনে মালয়েশিয়ার অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক সেরি খাইরুল দাজায়মি দাউদ সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন।

অভিবাসন মহাপরিচালক বলেন, মালয়েশিয়ায় যারা এক বছরের কম সময় অবৈধভাবে বসবাস করছেন তারা এক হাজার রিঙ্গিত, আর যারা এক বছরের বেশি সময় ধরে অবৈধভাবে বসবাস করছেন তাদের তিন হাজার রিঙ্গিত জরিমানা দিয়ে নিজ নিজ দেশে ফেরত যেতে পারবেন।

এক্ষেত্রে জরিমানা প্রদান করে বিশেষ পাস (স্পেশাল পাস) সংগ্রহ করতে হবে। তবে পাস নেয়ার সময় অবশ্যই উড়োজাহাজের কনফার্ম টিকিট দেখাতে হবে। এছাড়া কোভিড-১৯ সনদ নিয়ে মালয়েশিয়া ছাড়তে পারবেন তারা।

এদিকে, করোনা থাবায় যখন বিপর্যস্ত পুরো বিশ্ব তখন মালয়েশিয়ায় অবৈধদের দেশের ফেরার ঘোষণায় অনেকেই আশাহত হচ্ছেন অনেকে।

বিষয়টি মালয়েশিয়ার নিজস্ব ব্যাপার হলেও অনেকেই বলছেন করোনার কারণে পরিবার চালাতে যেখানে সাধারণ মানুষ হিমশিম খাচ্ছে তারমধ্যে পরিবারের উপার্জন ব্যক্তি শূন্যহাতে দেশে ফিরলে কিভাবে চলবে ভেবে কুলকিনারা পাচ্ছেন না।

সরেজমিন কয়েকজন বাংলাদেশীর সঙ্গে কথা হলে তারা বলেন, অবৈধদের দেশে ফেরত পাঠানোর বদলে যদি মালয়েশিয়া সরকার বৈধতার ঘোষণা দিতেন তাহলে শতকষ্ঠের মাঝেও পরিবারের মুখে হাসি ফোটানো সম্ভব হতো।

এ জন্য সাধারণ প্রবাসীরা দুই দেশের সরকারের সুদৃষ্টি কামনা করছেন।

প্রবাসী - এর সব খবর

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ