ঢাকা, রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ৭ বৈশাখ ১৪৩২

অনুশীলন নিয়ে সন্দিহান অবস্থায় রয়েছেন নারী ক্রিকেটাররা

খেলা ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ আগস্ট ০৭ ১৮:০৭:২৭
অনুশীলন নিয়ে সন্দিহান অবস্থায় রয়েছেন নারী ক্রিকেটাররা

মুদ্রার উল্টো পিঠ অবশ্য ছেলেদের ক্রিকটের ক্ষেত্রে। ঈদের আগে এক দফা অনুশীলন পর্ব সম্পন্ন হয়েছে তাদের। শীঘ্রই নতুন করে মাঠে ফেরার তোরজোড় চলছে তামিম-মুশফিকদের। সেপ্টেম্বরে শ্রীলঙ্কা সফরেও যাওয়ার সম্ভাবনা রয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের।

বিসিবির এই পক্ষপাতিত্ব দেখে স্বাভাবিকভাবেই হতাশ নারী ক্রিকেট দলের লেগ স্পিন অলরাউন্ডার রুমানা আহমেদ। দেশের ইংরেজি দৈনিক নিউ এজকে তিনি বলেন, 'ছেলেদের শ্রীলঙ্কা সফর নিয়ে কথা হচ্ছে। এমনকি তাদের অনুশীলনও শুরু হবে কয়েকদিনের মধ্যে। যখন আমরা আমাদের অনুশীলনের ব্যাপারে কর্মকর্তাদের জিজ্ঞেস করেছিলাম, তখন তারা বলেছিলেন যে ঈদের পরে হবে। আমরা পরিষ্কারভাবে কোনো নির্দেশনা পাইনি কিভাবে সবকিছু হবে।'

নারী টি-টোয়েন্টি দলের অধিনায়ক সালমা খাতুনও অনুশীলনে ফিরতে না পারায় মনক্ষুণ্ণ। ঢাকায় অনুশীলনের সম্ভাবনা না থাকায় নিজ নিজ অঞ্চলে ব্যক্তিগতভাবে অনুশীলন করবেন ক্রিকেটাররা বলে জানান সালমা।

নিউ এজকে তিনি বলেন, 'ঈদের পরে আমাদের আলাদাভাবে অনুশীলন শুরু করার কথা ছিল। বেশিরভাগ নারী ক্রিকেটাররা খুলনাতে থাকে, যেমন শারমিন আখতার, আয়েশা রহমান এবং রুমানা। আমরা নিজেদের মধ্যে এর আগে অনুশীলন নিয়ে কথা বলেছি। যেহেতু ঢাকা থেকে কিছু হচ্ছে না তাই আমরা এখানেই অনুশীলন করবো।'

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ