ঢাকা, সোমবার, ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১২ ফাল্গুন ১৪৩১

করোনা ভাইরাসঃ আক্রান্তে তালিকায় ইতালিকে পেছনে ফেলল বাংলাদেশ

বিশ্ব ডেস্ক . ২৪আপডেট নিউজ
২০২০ আগস্ট ০৭ ১৪:৫৪:০৫
করোনা ভাইরাসঃ আক্রান্তে তালিকায় ইতালিকে পেছনে ফেলল বাংলাদেশ

বাংলাদেশের অবস্থান ১৫তম। এ স্থানে ওঠে আসায় ইতালিকে পেছনে ফেলে গতকাল বাংলাদেশ। আর মৃত্যুর দিক দিয়ে বাংলাদেশের অবস্থান ২৯তম স্থানে। সুস্থতার দিক দিয়ে ১৬তম স্থানে বাংলাদেশের অবস্থান।

দেশে গত ৮ মার্চ করোনাভাইরাসে সংক্রমিত (কোভিড-১৯) প্রথম রোগী শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। দেশে এখন পর্যন্ত করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন ২ লাখ ৪৯ হাজার ৬৫১ জন। মারা গেছেন ৩ হাজার ৩০৬ জন।

২৫ মার্চ প্রথমবারের মতো রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) জানায়, বাংলাদেশে সীমিত পরিসরে কমিউনিটি ট্রান্সমিশন বা সামাজিকভাবে করোনাভাইরাসের সংক্রমণ হচ্ছে।

দিন দিন করোনা রোগী শনাক্ত ও মৃতের সংখ্যা বাড়ায় নড়েচড়ে বসে সরকার। ভাইরাসটি যেন ছড়িয়ে পড়তে না পারে সেজন্য ২৬ মার্চ থেকে বন্ধ ঘোষণা করা হয় সব সরকারি-বেসরকারি অফিস। কয়েক দফা বাড়িয়ে এ ছুটি ৩০ মে পর্যন্ত করা হয়। ছুটি শেষে করোনার বর্তমান পরিস্থিতির মধ্যেই ৩১ মে থেকে দেশের সরকারি-বেসরকারি অফিস খুলে দেয়া হয়। তবে বন্ধ রাখা হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান।

এদিকে, করোনা নিয়ে আপডেট দেয়া ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, বৃহস্পতিবার সকাল পর্যন্ত বিশ্বে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক কোটি ৯২ লাখ ৫৭ হাজার ৬৪৯ জনে। মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৭ লাখ ১৭ হাজার ৬৮৭ জন। সুস্থ হয়েছেন এক কোটি ২৩ লাখ ৫৭ হাজার ৬৫৪ জন।

আপনার জন্য বাছাই করা কিছু নিউজ



রে